আইপিএল ২০২৩ চলাকালীন বিরাট কোহলি এবং নবীন উল হকের মধ্যে কথার যুদ্ধ গুরুতর মোড় নিয়েছিল। মাঠে কোহলির সঙ্গে লড়াইয়ের পরে, নবীন উল হকও সোশ্যাল মিডিয়ায় বিরাটকে নিশানা করার চেষ্টা করেছিলেন। কোহলির সঙ্গে তার বিরোধের গল্পটি জানিয়েছেন। ব্যাঙ্গালোর বনাম মুম্বই ম্যাচের পরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ‘মিষ্টি আম’ ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করেছিল♚েন নবীন উল হক। সে সময় ভক্তরা তাঁকে নিয়ে অনেক সমালোচনা করেছিলেন। তবে, এখন নবীন স্পষ্ট করেছেন যে তিনি কোহলিকে লক্ষ্য করে সেই ছবি পোস্ট করেননি।
আইপিএল ২০২৩ চলাকালীন বিরাট কোহলির সঙ্গে বিতর্কের পরে এই আফগান খেলোয়াড়কে তার অনেক মূল্য🥀 দিতে হয়েছিল। কোহলির সমর্থকরা নবীনকে টার্গেট করেছিল। সেই সময়ে সে যেখানেই ক্রিকেট খেলছিলেন তখন তাঁকে লক্ষ্য করার কোনও সুযোগই কোহলি ফ্যানরা ছাড়ছিলেন না। এই কারণেই ২০২৩ বিশ্বকাপে ভারত ও আফগানিস্তানের ম্যাচ নিয়ে অনেক আলোচনা হয়েছিল। যাইহোক, সেই ম্যাচের পরে কোহলি নিজেই এই বিতর্কের অবসান ঘটান, এরপর নবীন ভক্তদের সমর্থন পেতে শুরু করেন।
কী হয়েছিল?
IPL 2023-এর সময় চর্চায় ছিল বিরাট বনাম নবীনের লড়াই। যা ২২ গজের বাইরে ছড়িয়ে গিয়েছিল। আইপিএল চলাকালীন আফগান তারকা পেসার নবীন উল হক ও লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে ঝꦐামেলায় জড়িয়েছিলেন বিরাট কোহলি। এরপর একে অপরকে খোঁচা দেওয়ার পালা চলছিল। আইপিএল চলাকানীল মুম্বই বনাম আরসিবি ম্যাচ দেখার সময় এক প্লেট মিষ্টি আম নিয়ে বসেছিলেন নবীন। সেই ছবি ইন্সটায় দিয়েছিলেন আফগান তারকা। তাঁর ইনস্টা স্টোরির প্রথম ছবিটি ছিল পীয়ুষ চাওলার। সেই সময়🌊 আরসিবির ব্যাটিং চলছিল। আফগান পেসার ইন্সটা স্টোরির ক্যাপশনে লেখেন, ‘মিষ্টি আম’। সেই সময় নেটিজেনরা ধরেই নিয়েছিলেন, বিরাটের সঙ্গে ঝামেলা চলছিল বলে তাঁকে ইঙ্গিত করেই মিষ্টি আমের ছবি শেয়ার করে খোঁচা দিয়েছেন নবীন। সম্প্রতি লখনউ সুপার জায়ান্টস তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে বিষয়টি তিনি পরিষ্কার করতে চেয়েছেন।
কী বলেছেন নবীন উল হক?
নবীন উল হক সম্প্রতি LSG শেয়ার করা একটি ভিডিয়োতে আইপিএল ২০২৩-এর সেই আমের গল্পটি সম্পর্কে বলেছিলেন। তিনি বলেন, ‘আমি ধওয়াল ভাইকে (এলএসজি টিম ൲লজিস্টিকস) বলেছিলাম যে আমি আম খেতে চাই এবং তিনি নিজেই সেই রাতে আম নিয়ে এসেছিলেন। আমরা যখন গোয়া গিয়েছিলাম তিনি আম নিয়ে আসেন। তাই পর্দার সামনে বসে আম খাচ্ছিলাম। কোনও ছবি (কোহলির) বা অন্য কিছু ছিল না, সেই সময়ে টিভির পর্দায় মুম্বই ইন্ডিয়ান্সের একজন খেলোয়াড়কে দেখা যাচ্ছিল। তাই আমি 'মিষ্টি আম' লিখেছি এবং সকলেই একে অন্যভাবে নিয়েছিল।’ নবীন আরও বলেন, ‘তাই আমিও কিছু বলিনি, এভাব💖েই রেখে দিয়েছি। ভাবলাম আমের মরশুম তাই সকলের দোকানও ভালো ভাবে চলা উচিত।’