কদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড একটু বেশি 𒁏অক্রিকেটীয় কাজ করে ফেলেছিল। যে দেশে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা সন্দেহ, সেখানেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি টুর করার জন্য রেখেছি😼ল পাক অধিকৃত কাশ্মীরের কয়েকটি জায়গার না। এরপরই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে করা পাক বোর্ডের এই কাজের নিন্দা করে সরাসরি আইসিসিতে অভিযোগ জানায় বিসিসিআই। আর তাতেই কাজ হল।
ভারতীয় ক্রিকেꦦট বোর্ডের আপত্তির পরেই পাকিস্তানের প্রস্তাবিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুরের তালিকায় থেকে পিওকের তিনটি জায়গার নাম বাদ দেওয়া হল। আগে তালিকায় নাম রাখা হয়েছিল হুনজা, স্কারদু এবং মুজাফ্ফরবাদ এলাকার। কিন্তু আইসিসির নতুন তালিকা অনুযায়ী ভারতসহ বেশ কয়েকটি দেশে এই 🍌ট্রফি গেলেও ওই তিন জায়গায় যাবেনা।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্✱ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
আইসিসির দেওয়া তালিকা অনুযায়ী পাকিস্তান সাত এলাকা তক্সিলা, খানপুর, অ্যাবোতাবাদ, মুরি, নাথিয়া গালি, করাচিতে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে ইসলামাবাদে ট্রফি টু🌠রের সরকারি উন্মোচন হয়েছিল।মোট ৭০ দিন ধরে চলবে এই ট্রফি টুর, যেখানে ক্রিকেটপ্রেমীরা এসে ট্রফিকে সামনে থেকে দেখতে পারবেন। ছবিও তুলতে পারবে। ভারতে ১৫ জানুয়ারি আসবে ট্রফি, এরপর ২৬ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজ্যে ঘুরবে এই ট্রফি।
আইসিসির চিফ কমারশিয়াল অফিসার অনুরাগ দাহিয়া জানিয়েছেন, ‘আমরা অত্যন্ত খুশি যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টুরের সফর হবে সব জায়গ🔴ায়। সেটা সমর্থকরা কাছ থেকে দেখতে পাবে। এই ট্রফি টুর প্রত্যেক দেশেরই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আবেগ আরও বাড়িয়ে তুলবে বলে আমাদের ধারণা ’।
আরও পড়ুন- পুত্র সন্তꦰানের মা হলে🦂ন রিতিকা! রোহিতের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
আইসিসির ট্রফি টুর নিয়ে এত কথা হলেও অবশ্য পাকিস্তানে আদৌ ভারতীয় দল খেলতে না গেলে আইসিসি কোন পদ্ধতি নেবে সেটাই এখন তাঁদের মাথা ব্যথার কারণ। ভারত আগেই জানিয়েছে নিরাপত্তার কারণে সেদেশে য𒁏াবে না। পাকিস্তানও নাছোরবান্দা গোটা প্রতিযোগিতাই আয়োজন করতে নিজেদের দেশে।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরা🃏ন RR, RCB-র প্রাক্তন তারকার…
একঝলকে কোথায় কবে ট্রফি?