বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচটি আয়োজিত হয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। সেখানের পিচ নিয়ে সন্তুষ্ট ছিলেন না প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর পর্যন্ত। এবার ICC-র তরফে রেটিং দেওয়া হল পিচ নিয়🐓ে। আন্তর্জাতিক ক্রি🧸কেট কাউন্সিলের বিচারে সন্তোষজনক ছিল সিডনির উইকেট। যা থেকে স্পষ্ট বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাও সন্তুষ্ট নয় সিডনির পিচ নিয়ে। তবে সিরিজের অন্য চারটি ভেন্যু - পার্থের অপটাস স্টেডিয়াম, অ্যাডিলেড ওভাল, ব্রিসবেনের গাব্বা এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ‘খুব ভালো’ রেটিং পেয়েছে।
উল্লেখযোগ্য ভাবে ICC-র পিচ রেটিংয়ের বিষয়টি প্রকাশ করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সরকারিক ভাবে তা প্রকাশ করেনি। এদিন এক স্টেটমেন্ট জারি করে বিষয়টা জানানো হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা পিটার রোচ বলেছেন, ‘আমরা বর্ডার গাভাসকর ট্রফিতে যারা এতো সুন্দর পিচ গড়ে তুলেছিল 𝔍তাদের সবাইকে অভিবাদন জানাচ্ছি। আমরা এমন পিচ তৈরি করতে চেয়েছিলাম যা সেই স্টেডিয়ামের বৈশিষ্ট্যকে তুলে ধরে। এটা অস্ট্রেলিয়ার ক্রিকেটের বৈশিষ্ট হিসেবে অনেক দিন ধরেই চলে আসছে। আ🍌মরা মনে করি এই কারণে অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট এতো জনপ্রিয়।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা এমন পিচ তৈরি করি না যা শুধু অস্ট্রেলিয়াকেই༺ꦏ সুবিধা করে দেয়। ব্যাট এবং বলের লড়াইকেই আমরা প্রাধান্য দিই। পিচ প্রস্তুতির ক্ষেত্রে আবহাওয়া অবশ্যই একটা বড় ভূমিকা পালন করে থাকে। প্রতিকূল আবহাওয়া হলে আমাদের কিউরেটররা সম্যসার সম্মুখীন হয়।’
উল্লেখ্য, সিডনি টেস্ট চলাকালীন পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাসকর। দ্বিতীয় দিনে তিনি বলেছিলেন, ‘আমি পিচ দেখেছি, তখন গরু চরতে পারে তেমনটা বলেছিলাম। এটি কখনই আদর্শ টেস্ট ম্যাচের পিচ নয়, কারণ আপনি সবসময় চান একটি টেস্ট চতুর্থ এবং পঞ্চম দিন পর্যন্ত স্থায়ী হোক। ব🐽ৃষ্টি না হলে আমি এখানে চতুর্থ দিনের ম্যাচ দেখতে পাব না।’ টেস্ট শেষে ভারতীয় দলের হেড কোচ গম্ভীরও বলেছিলেন পিচ টেস্ট খেলার উপযোগী ছিল না। তিনি বলেন, ‘অতীতে সিডনির উইকেটের মতো এই পিচ ছিল না। টেস্টে খেলার উপযোগী এমন উইকেটই হওয়া উচিত। দেশে ফিরে আমরা পিচ নিয়ে বিস্তারিত আলোচনা করব।’ শুধু ভারত নয়, পিচ ভালো ছিল না বলে স্বীকার করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খোয়াজা ও।