শুভব্রত মুখার্জি: ২২ গজে বরাবর লড়াকু প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দল। 🍷ক্রিকেটের ইতিহাসে অন্যতম শক্তিশালী দল তারা। মাঠে প্রতিপক্ষ তো বটেই আইসিসির ম্যাচ অফিসিয়ালদেরও তারা এক চুল জায়গা ছাড়তে নারাজ। তবে সেই মনোভাব দেখাতে গিয়েই এবার সমস্যায় পড়লেন অস্ট্রেলিয়ার কিপার ব্যাটার ম্যাথু ওয়েড। চলতি টি-২০ বিশ্বকাপেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তোপের মুখে পড়েছেন তিনি। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়🍌নি তাঁর। আর তাই মাঠেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ জানান তিনি। এই ঘটনার পরেই আইসিসির তোপের মুখে পড়েছেন ম্যাথু ওয়েড।
চলতি বিশ্বকাপে বেশ ভালো ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া দল। পরপর দু'টি ম্যাচ জিতে সুপার-৮ কার্যত নিশ্চিত করে ফেলেছে তারা। ওমানের পরবর্তীতে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। এই ম্যাচেও তারা ৩৬ রানে জয় পেয়েছে। এই ম্যাচেই আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে অখুশি ছিলেন তিনি। তার পরেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। আর তর্কাতর্কি করার কারণে শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার কিপার ব্যাটার ম্যাথু ওয়েড। সোমবার এক বিবৃতি দিꦗয়েছে আইসিসি। সোমবার ওয়েডকে আনুষ্ঠানিক ভাবে তিরস্কার করার কথা জানিয়েছে আইসিসি।
আরও পড়ুন: পাক ফিল🐬্ডিংয়ের দুরবস্থা দেখে হেসে গড়াল রোহিত, হাসি চাপার ব্যর্থ চেষ্টা কোহল꧙ির- ভিডিয়ো
এই তিরস্কারের পাশাপাশি তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম ডিমেরিট পয়েন্ট। শনিবার বার্বাডোজে ইংল্যান্ডকে ৩৬ রানে হারায় অস্ট্রেলিয়া। এই ম্যাচেই প্রথম ইনিংসের ১৮তম ওভারে ঘটে ঘটনাটি। ইংল্যান্ডের স্পিনার আদিল রাশিদের ওভারের তৃতীয় বলের সময় হঠাৎ করেই খুব জোরে গান𝕴 বেজে ওঠে। মনোযোগ নষ্ট হওয়ার কারণে সরে যাওয়ার ভঙ্গিতে পেছনের পায়ে ওই বল রক্ষণাত্মক ভাবে খেলেন ওয়েড। তিনি ভেবেছিলেন হঠাৎ করে এই ঘটনা ঘটায় হয়তো ওই বলকে 'ডেড বল' ঘোষণা করবেন আম্পায়ার। কিন্তু অনফিল্ড আম্পায়ার নিতিন মেনন জানান, ওয়েড শট খেলেছেন। তিনি শট খেলা থেকে নিজেকে যেহেতু বিরত রাখতে পারেননি তাই বলটি 'ডেড' নয়। বরং বলটিকে বৈধ হিসেবে গণ্য করেন তিনি। আম্পায়ারের এই সিদ্ধান্ত মানতে পারেননি ওয়েড। এর পর আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। অনফিল্ড আম্পায়ার নীতিন মেনন, জো উইলসন, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব ও চতুর্থ আম্পায়ার জায়ারামান মদনগোপালের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তির ঘোষণা করেন। ওয়েড নিজের দোষ মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।