সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে টিভি উপস্থাপক যতীনꩵ সপ্রুকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মেন্টর গৌতম গম্ভীরের কাছে একটি বিশাল বড় আবেদন করতে দেখা গিয়েছে। আসলে নিলামের দিনই কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের কাছে সরাসরি হাজির হয়েছিলেন ক্রীড়া সঞ্চালক যতীন সপ্রু। এবং গম্ভীরের কাছে সরাসরি ৩ কোটি টাকা চেয়ে বসেন। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
আসলে নিলামে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে এবার কি নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দাম পেয়েছেন স্টার্ক। আর নিলামের পরে গম্ভীর যখন খোশমেজাজে একটি ঘরে বসে আড্ডা দিচ্ছেন, তখনই দরজা খুলে সেখানে ঢুকে পড়েন যতীন। তিনি গম্ভীরের কাছে সোজা চলে যান। এবং হাতজোড় করে ভিক্ষা চাওয়ার ভঙ্গিতে বলেন,♔ ‘𓆉প্রভু, আমাকে ২-৩ কোটি টাকা দিয়ে দিন। দয়া করুন। এর পরে আমার নাম উঠবে নিলামে।’
যতীনকে ওই অবস্থায় দেখে হেসে ফেলেন গম্ভীর। তিনি কী বলবেন বুঝতে পারছিলেন না। যতীনের মাথায় হাত রাখেন তিনি। যেন তাঁর প্রার্থনা স্বীকার করে নিয়েছেন কেকেআর-এর মেন্টর। সেখানে উপস্থিত বাকিরাও এই কাণ্ড দেখে হেসে ফেলেন। ১৫ সেকেন্ডের ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে। সকলে এই ভিডিয়ো দেখে খুব মজা পেয়েছেন। হাস্যকর ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে💧ছেন অনেকেই।
১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ২০.৫ কোটি টাকায় সতীর্থ প্যাট কামিন্সকে কিনে নেওয়ার পরে বাঁহাতি🥂 ফাস্ট বোলার ২০ কোটির গণ্ডি পার করা দ্বিতীয় খেলোয়াড় হন। ৩৩ বছর বয়সী স্টার্কের বেসপ্রাইস ছিল ২ কোটি টাকা। কেকেআর এবং গুজরাট টাইটান্স মিলে স্টার্ককে নিয়ে টানাটানি করার ফলে রেকর্ড মূল্যে তিনি বিক্রি হন।
আরও পড়ুন: প🦩ꦿ্রথম টেস্টে নতুন ভূমিকায় দেখা যাবে কেএল রাহুলকে, নিশ্চিত করলেন হেড কোচ দ্রাবিড়
অস্ট্রেলিয়ার তারকা বোলার স্টার্ক আট বছরের বিরতির পর আইপিএলে ফিরেছেন। অভিজ্ঞ এই পেসার জাতীয় দলের দায়িত্ব পালনে বেশি মনোযোগ দেওয়ার কারণে ২০১৫ সালের পর থেকে আইপিএলে অংশগ্রহণ করেไননি। আইপিএল নিলামে স্টার্ক শেষ বার উঠেছিলেন ২০১৮ সালে। যেখানে কেকেআর ৯.৪ কোটি দিয়ে তাঁকে কিনেছিল। তবে স্টার্ক চোটের কারণে পুরো মরশুমের জন্য ছিটকে যান।
স্টার্ক দুই মরশুম আইপিএল খেলেছেন। দু'বারই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। ২০১৪ সংস্করণে তিনি ১৪ ম্যাচ♛ে ২৮.৭১ গড়ে ১৪ উইকেট তুলে🐼 নিয়েছিলেন। পরের বছর স্টার্ক তাঁর পারফরম্যান্স কিছুটা উন্নতি করেন। মাত্র ১৪.৫৫-এর অসামান্য গড় সহ ১৩ ম্যাচে ২০ উইকেট তুলে নেন। উল্লেখযোগ্য ভাবে, ২০১৫ মরশুমে তিনি ৪/১৫- এর সেরা পরিসংখ্যান অর্জন করেছিলেন।