আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দু'টি টি-টোয়েন্টিতে শূন্য রান করে সাজঘরে ফিরতে হয়েছিল রোহিত শর্মাকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে তাই রানের খাতা খুলতে মরিয়া হয়ে ছিলেন তিনি। প্রথম ওভারের দ্বিতীয় বল📖ে প্রথম স্ট্রাইক পান রোহিত। ফরিদ আহমেদের সেই বলে চার হয়। যেটা লেগবাই দেন আম্পায়ার। তার পরের দু'টি বল ডট হয়। রোহিতের প্যাডে লেগে পঞ্চম বলেও চার হয়। ফের সেটা লেগবাই দেন আম্পায়ার বীরেন্দ্র শর্মা।
রোহ♓িত জানতেনই না, আগের 🍷ওভারে তাঁর লেগ সাইড বাউন্ডারি আম্পায়ার বীরেন্দ্র শর্মা লেগ বাই দিয়েছিলেন। দ্বিতীয় ওভার শুরুর আগে সেটা জানতে পেরে, ভারত অধিনায়ক রোহিত শর্মা যে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটা স্টাম্প মাইকে ধরা পড়ে রীতিমতো হুহু করে ভাইরাল হয়েছে।
দুই নম্বর ওভার শুরুর আগে, আম্পায়ার বীরেন্দ্র শর্মাকে প্রশ্ন করেছিলেন রোহিত যে, ‘আরে বীরু, থাই প্যাড দিয়া থা পেহলা বল?’ অর্থাৎ প্রথম ওভারের তাঁর খেলা প্রথম বলটি, যেটায় বাউন্ডারি হয়েছিল, সেটাও লেগবাই দিয়েছিলেন? এর পরেই তিনি মজা করে বলেন, ‘ইতনা বড় ব্যাট লাগা হ্যায়। এক তো ইধার দো জিরো হো গ্যায়া হ্যায় (এত বড় ব্যাট লাগল। এদিকে তো ২টি জিরো করে ফেলেছি)।’ কথাগুলো বলে হিটম্যান নিজেও হেসে ফেলেন। রোহিতের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। মজা পেয়েছেন ধারাভাষ্যকররাও। রোহিতের এমন মন্তব্যে হাসির ♛রোল উঠেছে নেটপাড়ায়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। যশস্বী জয়সওয়াল (৬ বলে ৪ রান), বিরাট কোহলি (১ বলে ০ রান), শিবম দুবে (৬ বলে ১ রানন), সঞ্জু স্যামসনরা (১ বলে ০ রান) চূড়ান্ত হতাশ করেন। পঞ্চ🍬ম 𓄧উইকেটে হাল ধরেন রোহিত শর্মা এবং তাঁকে সঙ্গত করেন রিঙ্কু সিং। রোহিত এদিন সেঞ্চুরি হাঁকান। হাফসেঞ্চুরি করেন রিঙ্কু।
আরও পড়ুন: ইন্দোরে কোহলিকে আলিঙ্গন করে আটক হওয়া ভক্ত ছ𓂃াড়া পেতেই, মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হল- ভিডিয়ো
প্রথম দু'ম্যাচে শূন্যতে আউট হওয়ার পর আকাশ চোপড়ার কটুক্তির মুখে পড়তে হয়েছিল রোহিত শর্মাকে। এদিন যাবতীয় সমালোচনার জবাব দিলেন ভারত অধিনায়ক। একা কুম্ভ রক্ষা করলেন। পাশে পেলেন রিঙ্কুকে। এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন দুই তারকাই। ৪১ বলে হাফসেঞ্চুরি করেন রোহিত। এর পর তিনি ঝড় তোলেন। ৬৪ বলে শতরানে পৌঁছে যান। অন্যতম সেরা ইনিংস। ৬৯ বলে ১২১ রানে থাকেন অপরাজিত। মারকুটে ইনিংসে রয়েছে ৮টি ছয়, ১১টি চার। উল্টোদিকে রিঙ্কু সিং ৩৯ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো 𒅌ছিল ছ'টি ছয় এবং দু'টি চার।