নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনের রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্সের হাত ধরে নিউজিল্যান্ড বুধবার পা🦩কিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটিও জিতে নিয়েছে। এই নিয়ে তা𓄧রা পাকিস্তানের বিরুদ্ধে টানা তিনটি ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ ২ ম্যাচ বাকি থাকতেই ৩-০ পকেটে পুড়ে ফেলেছে।
ডানেডিনে তৃতীয় টি-ট🍨োয়♑েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্ল্যাকক্যাপস ৭ উইকেটে ২২৪ রান করে। আর বিশাল সেই রানের পাহাড় তাড়া করতে নেমে পাকিস্তান ৭ উইকেটে ১৭৯ রানই করতে সক্ষম হয়। ৪৫ রানে ম্যাচটি জিতে যায় নিউজিল্যান্ড। এর আগের দুই ম্যাচে কিউয়িরা যথাক্রমে ৪৬ এবং ২১ রানে পাকিস্তানকে হারিয়েছিল।
আরও পড়ুন: ইন্দোরে কোহলিকে আলিঙ্গন করে আটক হওয়া ভক্ত ছাড়া পেতেই, মালা 🍃পরিয়ে উষ্ণ অভ্যর্থন🌱া দেওয়া হল- ভিডিয়ো
ফিন অ্যালেন বুধবার একেবারে বিধ্বংসী মেজাজে ছিলেন। আগের ম্যাচেও তিনি চিত্তাকর্ষক ৪১ বলে ৭৪ রান করেছিলেন। আর তৃতীয় টি-টোয়েন্টিতে অ্যালেন বিস্ফোরক ইনিংস খেলেন। তিনি মাত্র ৬২ বলে ১৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। নিউজিল্যান্ড ক্রিকেটে যা একটি নতুন রেকর্ড। অ্যালেনের ইনিংস সাজানো ছিল ১৬টি ছক্কায়। এছাড়াও তিনি পাঁচটি চার মেরেছিলেন। যা একটি বিশ্বরেকর্ড। এদিকে পাকিস্তান বোলাররা ফের ব্যয়বহুল প্রমাণিত হয়েছেন। কারণ তাঁদের শীর্ষস্থানীয় পেসার হ্যারিস রউফ তা꧑ঁর চার ওভারে ৬০ রান দিয়েছেন এবং অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ৪৩ রান দিয়েছেন।
ব্যাট হাতে বাবর আজম ৩৭ বলে ৫৮ রান করলেও, শেষ রক্ষা হয়নি। বাবর পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেন। বাকিদের অবস্থা তথৈবচ। ম্যাচ❀ের পর পাক অধিনায়ক শাহিন আফ্রিদি এই সিরিজে ܫবাবরের পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন এবং দাবি করেছেন যে, দলের বাকি ব্যাটাররা প্রাক্তন পাকিস্তান অধিনায়ককে সঙ্গত করতে ব্যর্থ হয়েছেন।
ম্যাচ 🃏পরবর্তী সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছেন, ‘আমি আগেও বলেছিলাম যে, বাবর আউট অফ ফর্ম নয়। আমরা কয়েকটি ইনিংসের ভিত্তিতে ওকে বিচার করতে পারি না। সিরিজে তিন ম্যাচে তিনটি দুর্দান্ত ইনিংস খেলেছে। ও আমাদের হয়ে ম্যাচ শেষ করতে পারেনি। আসলে উল্টোদিকে ওর কাউকে দরকার ছিল। অন্য প্রান্তে ইনিংসকে আরও গভীরে নিয়ে যাওয়া♏র জন্য। অন্য প্রান্তে যদি বাবরের সঙ্গে অন্য ব্যাটার সঙ্গত করার মতো থাকত, তাহলে আমরা আমাদের পক্ষে খেলা শেষ করতে পারতাম।’
বাবর বর্তমানে এই সিরিজে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ স্কোরার। তিনটি ম্যাচে ১৫৭.৩৯ এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ১৮১ রান করে ফেলেছেন। পাকিস্ত🐼ানের প্রাক্তন অধিনায়ক ওপেন করার বদলে ব্যাটিং অর্ডারের ৩ খেলতে নামছেন। জায়গা 🎃পাল্টালেও বাবর নিজের ছন্দেই রয়েছেন।