ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মুকেশ কুমারকে ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছে। মহম্মদ সির🐈াজ একাদশে ফিরে এসেছেন। আর মুকেশকে ফেরৎ পাঠানো হয়েছে রঞ্জি খেলার জন্য। মুকেশ এখন পরবর্তী রঞ্জি ট্রফি ম্যাচের জন্য বাংলার দলে যোগ দেবেন।
মুকেশ কুমারকে ছেড়ে দেওয়ার পেছনে🌺র কারণ জানাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে🐎 বিসিসিআই। বিসিসিআই তাদের এক্স (X) হ্যান্ডলে লিখেছে, ‘মিস্টার মুকেশ কুমারকে ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে তৃতীয় টেস্টে ভারতীয় দলে রাখা হয়নি। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। রাঁচিতে টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেওয়ার আগে তিনি তাঁর রঞ্জি ট্রফি দল বাংলাতে যোগ দেবেন।’
আরও পড়ুন: ꦍIPL শেষ হওয়ার আগেই T20 World Cup-এর জন্য বিসিসিআই কিছু প্লেয়ারকে নিউ ইয়র্কে পাঠিয়ে দেবে- রিপোর্ট
বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এই টেস্টে সরফরাজ খান এবং ধ্রুব জুরেলের অভিষেক হয়। এদিকে শততম টেস্ট ম্যাচ খেলছেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সামনে লক্ষ্য আবার ৫০০তম টেস্ট উইকেট নেওয়ার। অন্য দিকে জেমস অ্যান্ডারসনে🎉র লক্ষ্য থাকছে ৭০০ উইকেটের দিকে।
ভারত-ইংল্যান্ড সিরিজে বর্তমানে ১-১ সমতা রয়েছে। হায়দরাবাদে প্রথম টেস্টে ২৮ রানে হারের পর, ভারত বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ১০৬ ๊রানে জয়লাভ করে সিরিজে সমতা ফেরায়। রাজকোটে দুই দলই ২-১ এগিয়ে যেতে চাইবে।
আরও পড়ুন: হার্দিক আর কিষানের জন্য কেন আলাদা🎀 নিয়ম, জানা গেল বোর্ড সূত্রে, আপাতত নিরাপদ ইশানের চুক্তি
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ টসের পর কথা বলার সময়ে ভারত অধিনায়ক রোহিত বলেছিলেন যে, অক্ষর প্যাটেল এবং মুকেশ কুমার♚ তৃতীয় টেস্ট ম্যাচটি মিস করবেন। পরিবর্তে মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা রাজকোট টেস্টের একাদশে জায়গা করে নিয়েছেন।
রোহিত বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে যাচ্ছি। দলে কিছু পরিবর্তন করা হয়েছে। চারটি পরিবর্🦩তন করা হয়েছে। চোট এবং বিশ্রামের পর কিছু প্লেয়ার দলে ফিরছে। দু'জন প্লেয়ারের অভিষেক হচ্ছে। সিরাজ এবং জাদেজা ফিরে এসেছে দলে। অক্ষর প্যাটেল এবং মুকেশ কুমার বাদ পড়েছে। মনে হচ্ছে, এটি ভালো পিচ, আমরা শেষ দু'টি টেস্ট যে পিচে খেলেছি, তার থেকেও ভালো। রাজকোট একটি ভালো পিচ হিসেবে পরিচিত। কিন্তু যত খেলা গড়াবে, তত পি꧙চ খারাপ হবে। পরবর্তী তিনটি টেস্ট ম্যাচ প্রথম দু'টির মতোই উত্তেজনাপূর্ণ হবে। এখানে আমাদের ফোকাস ধরে রাখতে হবে এবং আমরা কীভাবে ভালো করতে পারি, তা দেখতে হবে,’