শনিꦿবার ভারতের বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন যে, রাঁচির পিচটি র্যাঙ্ক টার্নার ছিল না ঠিকই, তবে দ্বিতীয় দিনেই যে এতটা ধীরগতির হয়ে পড়বে, সেটা তাঁরা আশা করেননি। ইংল্যান্ডের অফ-স্পিনার শোয়েব বশির তাঁর দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ছন্দে ছিলেন। এবং দ্বিতীয় দিন ভারতের প্রথম ইনিংসে তিনি ৮৪ রানে ৪ উইকেট তুলে নেন। দ্বিতীয় দিনের শেষে সাত উইকেট ২১৯ রান করে ধুঁকছে ভারত। ১৩৪ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর মামব্রে বলেন, ‘আমাদের এখানে আগে যে খেলাগুলো হয়েছে, সেগুলি বিবেচনা করে বলা যায় যে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উইকেটও ধীর গতির হতে শুরু করে।’ তিনি আরও বলেছেন, ‘সাধারণত এই পিচে মন্থর হয়। খেলা যত গড়ায়, তত বে🤪শি মন্থর হয় পিচ। তবে আমরা এটা আশা করিনি যে, দ্বিতীয় দিনেই এতটা স্লো হয়ে যাবে। বল এতটা নীচু হয়ে আসবে। পরিবর্তনশীল বাউন্সও ছিল অপ্রত্যাশিত। যে কারণে ব্যাটিংকে কিছুটা চ্যালেঞ্জিং করে তুলেছিল। এখনও পর্যন্ত, আমি এটিকে র্যাঙ্ক-টার্নার বলব না। আমার মনে হয় না, খুব বেশি বল এমন হয়েছে, যেগুলি তীক্ষ্ণ ভাবে ঘুরেছে বা খেলার অযোগ্য ছিল।’
আরও পড়ুন: ও তো হিন্দি জানে না- বশিরকে স্🃏লেজিং করতে গিয়ে পাল্টা বেকুব হলেন সরফরাজ- ভিডিয়ো
মামব্রে আরও জোর দিয়ে বলেছেন যে, পিচ প্রস্ত꧟ুতিতে টিম ম্যানেজমেন্টের কোনও ভূমিকা নেই এবং এটি স্থানীয় অ্যাসোসিয়েশনের দ্বারাই তৈরি করা হয়ে থাকে। তার🍒 দাবি, ‘প্রথমত, ভেন্যুগুলিতে কেমন পিচ হবে, সেটা আমরা মোটেও নিয়ন্ত্রণ করতে পারি না। এখানকার উইকেট সব সময়েই একই রকম। কখনও র্যাঙ্ক টার্নার নয়। এটাই মাটির প্রকৃতি। আমাদের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়নি যে, আমরা র্যাঙ্ক-টার্নারে খেলতে চাই। স্পষ্টতই, এখানকার মাটি, আমরা রাজকোটে যা দেখেছি, তার থেকে আলাদা।’
আরও পড়ুন: বাঁ-হাতি ব্যাটার হিসেবে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ রান, ♏গুঁড়িয়ে দিলেন সৌরভ,🃏 গৌতমের নজির
ভারত এখনও ১৩৪ রানে পিছিয়ে। তবে মামব্রে আশা করছেন, ক্রিজে থাকা ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদব মিলে এই ঘাটতি কমাতে সক্ষম হবেন। তিনি ব✨লেছেন, ‘আমাদের ক্রিজে দুই সেট ব্যাটার আছে, যারা নিজেদের ভালো ভাবে প্রয়োগ করেছে এবং জুটিতে তারা ইতিমধ্যে ৪২ রান করে ফেলেছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের ইংল্যান্ডের স্কোরের কাছাকাছি যেতে হবে। এটাই🍰 প্রাথমিক লক্ষ্য থাকবে। তার পর আমরা ঠিক করব, কতটা কাছাকাছি যেতে হবে। ইংল্যান্ড যত রানই করুক না কেন, আমাদের সেই রান তাড়া করার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। দ্বিতীয় ইনিংসে আমাদের আরও ভালো ব্যাট করতে হবে।’