ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচেও জিতল রোহিত অ্যান্ড কোম্পানি। ধরমশালা টেস্ট ম্যাচটি ইনিংস এবং ৬৪ রানে জিতেছে ভারত। এর ফলে ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। হায়দরাবাদে প্রথম টেস্ট জিতে ইংল্যান্ড নিশ্চিতভাবেই সিরিজে শক্তিশালী সূচনা করেছিল, কিন্তু এর পরেই কামব্যাক করে টিম ইন্ডিয়া। এরপরে অতিথিদের নড়তে দেয়নি তারা। এবং পরের চারটি♌ ম্যাচ জিতে সিরিজ জেতার পাশাপাশি অনন্য নজিরও গড়ছে ভারত।
আরও পড়ুন… তিন নম্বরে নয়, ওর ওপেন করা উচিত- শুভমনের 📖ব্যাটিং পজিশন নিয়ে একেবারেই খুশি নন তাঁর বাবা
আসলে এই ম্যাচ জেতার ফলে নতুন ইতিহাস গড়ে ফেলেছে টিম ইন্♕ডিয়া। টেস্ট ক্রিকেট ইতিহাসে ভারত একটি নজির গড়েছে। টেস্ট ম্যাচের ইতিহাসে এখনও পর্যন্ত ১৭৮টি ম্যাচ জিতল ভারত। যদি জয় হারের দিকে তাকাই, তাহলে দেখা যাবে সমান সংখ্যক ম্যাচ অর্থাৎ ১৭৮টি টেস্ট ম্যাচেই এখনও পর্যন্ত হেরেছে টিম ইন্ডিয়া। অর্থাৎ যত সংখ্যক ম্যাচ জিতেছে, তত সংখ্যক টেস্ট ম্যা♚চই ভারত হেরেছে। যা টেস্টের ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছে। ধরমশালা টেস্ট ম্যাচ জেতার পরে সেই তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে, এই প্রথম ভারতের জয় পরাজয়ের চেয়ে কম নয়। অর্থাৎ ভারত যদি এরপরে কোনও টেস্ট ম্য়াচ জেতে তাহলে হারের তুলনায় জয়ের সংখ্যা বৃদ্ধি পাবে। এই রেকর্ডই বলে দিচ্ছে বর্তমানে টিম ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে কতটা শক্তিশালী দল।
আরও পড়ুন… নিজের শততম টেস্টে লজ্জার নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বি꧑ন! দেখে নিন এই তালিকায় রয়েছেন কারা
ম্যাচের কথা বললে, ধরমশালায় খেলা সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে ২১৮ রান তোলে। এই সময়ে কুলদীপ যাদব পাঁচ উইকেট এবং আর অশ্বিন চার উইকেট নিতে সফল হন। ভারতীয় দল প্রথম ইনিংসে স্কোর বোর্ডে তোলে ৪৭৭ রান। রোহিত শর্মা এবং শুভমন গিল টিম ইন্ডিয়াকে এই স্কোরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দুই খেলোয়াড়ই করেছেন দুর্দান্ত সেঞ্চুরি। রোহিত ও শুভমন ছাড়াও হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন স🌺রফরাজ খান ও দেবদূত পাডিক্কাল। ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট শিকার করেন শোয়েব বশির। জেমস অ্যান্ডারসন ২টি উইকেট নেন এবং টেস্টে নিজের ৭০০ উইকেট পূর্ণ করেন।