ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং কেএল রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্ট ম্যাচের জন্য দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সোমবার বিশাখাপত্তনমে ভারত ১০৬ রানে জিতে সিরিজ ১-১ সমতা ফিরিয়েছে। খুব শীঘ্রই ভারতীয় দল ঘোষণা করতে পারে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। আশা করা হচ্ছে, ১৫ ফেব্রুয়ার♛ি থেকে শুরু হওয়া দুই সিনিয়র ক্রিকেটারের প্রত্যাবর্তন হতে চলেছে রাজকোটে। এতে তৃতীয় টেস্টে একাদশে বাছাইয়ের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টকে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে✅। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞান ওঝা মনে করেন যে, কোহলির জন্য শ্রেয়স আইয়ারকেই বাদ দেওয়া উচিত। প্রজ্ঞান শ্রেয়সকে ঘরোয়া ক্রিকেটে খেলারই আপাতত পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: IND U19 vs SA U19, WC 2024: সচিন-উদয়ের দুরন্ত লড়াই, পไ্রো🍌টিয়াদের হারিয়ে ফাইনালে ভারত
শ্রেয়স আইয়ার টানা ১৩ ইনিংস খেলে একটি হাফসেঞ্চুরিও করতে পারেননি। তাঁর শেষ হাফ সেঞ্চুরি এসেছিল ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে। এই ১৩ ইনিংসে তাঁর গড় মাত্র ১৭। ২০২১-এর নভেম্বর মিডল অর্ডার ব্যাটারের অভিষেক হয়েছিল। তার পর থেকে তিনি একটি সেঞ্চুরিও করতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে শ্রেয়স আইয়ার চার ইনিংসে মাত্র ১১৪ রান করতে পেরেছেন। পেসার এবং স্পিনার- উভয়ের বিরুদ্ধেই শ্রেয়সের উদ্ভট কৌশলে𒁏র জন্য তাঁর তীব্র সমালোচনা করছেন কেভিন পিটারসেনের মতো তারকারা।
আরও পড়ুন: দক্ষতার সঙ্গে ব্যাজবল খেলছে ইংল্যান্ড- স্টোকসদের খেলার পদ্ধ🐷তিতে মুগ্ধ দ্রাবিড়
কালার সিনেপ্লেক্সে একটি আলোচনা ওঝা ব্যক্ত করেছেন যে, কোহলি এবং রাহুল যদি স𒁃িরিজের বাকি অংশের জন্য স্কোয়াডে ফিরে আসেন, তাহলে তাঁদের দলে রাখা হবেই। আর এই দুই ক্রিকেটার দলে ঢুকলে, দু'জন ব্যাটারতে বাদ পড়তে হবে। সেক্ষেত্রে রজত পতিদারের সঙ্গে শ্রেয়স আইয়ারের বাদ পড়া উচিত। প্রথম দুই টেস্টে কোহলির স্থলাভিষিক্ত হিসেবে পতিদারকে নেওয়া হয়েছিল। ভারতের প্রাক্তন অধিনায়ক ব্যক্তিগত কারণে প্রথন দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে পতিদার দ্বিতীয় সুযোগ পেলেও, তার সদ্ব্যবহ✱ার করতে পারেননি। তিনি উভয় ইনিংসেই স্পিনের জালে খাবি খেয়েছেন। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ৪১ রান।