ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্টে ভারতের একাদশ কী হতে পারে, তা নিয়ে জোর জল্পনা রꦆয়েছে। ভারত সম্ভবত তিন জন সিম বোলার না খেলিয়ে তিন জন স্পিনার খেলাতে পারে। সেক্ষেত্রে জসপ্রীত এবং সিরাজ খেললে, বাদ পড়তে পারেন আকাশ দীপ। যিনি রাঁচিতে চতুর্থ টেস্টে অভিষেকেই নজর কেড়েছিলেন।
অন্য দিকে আবার ৪ নম্বর ব্যাটারের জায়গা নিয়ে চলছে আলোচনা। কেএল রাহুল এখনও সম্পূর্🌠ণ ফিট নন। তবে তাঁর পরিবর্তে ব্যাটার হিসেব🐼ে সুযোগ পাওয়া রজত পতিদারের পারফরম্যান্স তলানিতে। টানা তিনটি টেস্ট খেললেও, তিনি প্রভাব ফেলতে পারেননি। তবে তাঁকে পঞ্চম টেস্টে ফের সুযোগ দেওয়া হতে পারে। নিজেকে প্রমাণ না করতে পারলে তবে পতিদারের জাতীয় দলের ক্যারিয়ারে শনি নেমে আসবে।
আরও পড়ুন: নাছোড় জাদেজা, কোচের নির্🍬দেশ, সতীর্থদের অনুরোধ সত্ত্বেও নেটে ব্যাটিং চালি💞য়ে গেলেন
যদিও ভারতীয় দলে দেবদত্ত পাডিক্কাল রয়েছেন, তবে রোহিত শর্মার ইঙ্গিত অনুযায়ী, পতিদার আরও একটি সুযোগ পেতে পারেন। বৃহস্পতিবা𝓀র ম্যাচের আগে সংবাদিক সম্মেলনে রোহিত বলেছেন, ‘রজত পতিদারের খুব ভালো ক্ষমতা আছে। আমি ওকে পছন্দ করি। আমি ওকে একজন প্রতিভাবান খেলোয়াড় হিসেবে দেখি। আমাদের ওকে আরও কিছু সময় দিতে হবে।’
বুমরাহ এই টেস্টে দলে ফিরবেন। তিনি আর মহম্মদ সিরাজ একাদশে নিঃসন্দেহে থাকবেন। তিন স্পিনার খেললে বাদ পড়বেন 🍃আকাশদীপ। তিন স্পিনারের মধ্যে রবিন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবে♈র বাইরে আপাতত অন্য কাউকে দলে রাখার কোনও জায়গাই নেই। এর পর যদি টিম ম্যানেজমেন্ট ধরমশালার আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে অন্য সিদ্ধান্ত নেয়, তবে আলাদা কথা। সে ক্ষেত্রে কুলদীপের বদলে তৃতীয় সিমার হিসেবে আকাশ দীপকে খেলানো হতে পারে।
আরও পড়ুন: T20ﷺ WC-এ ইন্দো-পাক ম্𒅌যাচের টিকিট কোটিতে বিকোচ্ছে, অথচ স্টেডিয়ামের কাজ অনেক বাকি, ছবি দিল ICC
রোহিত বলেছেন, ‘অতিরিক্ত সিমার খেলানোর একটি ভালো ꦦসুযোগ রয়েছে। আমরা এখনও এটি সম্পর্কে পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। তবে একটি ভালো সুযোগ রয়েছেꦍ।’ বাকি দল একই থাকবে বলে আশা করা হচ্ছে।
অশ্বিন এবং জনি বেয়ারস্টো দু'জনেই বৃহস্পতিবার 🅺তাদের ১০০তম টেস্ট খেলতে নামবেন। স্বাভাবিক ভাবেই এই ম্যাচ ঘিরে উত্তেজনা একটু🐻 বেশি থাকবে। ভারত এই সিরিজ জিতে গেলেও, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে ধরমশালা টেস্টের তাৎপর্য আলাদা।
পঞ্চম টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমন গিল, রজত পতিদার/দেবদত্ত পাডিক্কাল, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ🦂্রন অশ্বিন, কুলদীপ যাদব/আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।