টি-১০ ক্রিকেটেও এত তাড়াতাড়ি জয় তুলে নেওয়া মুশকিল, নেপালের বিরুদ্ধে ৫০ ওভারের 🐷ম্যাচ যত তড়িঘড়ি পকেটে পুরে নেয় ভারতের যুব দল। মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে নেপালে🔯র ঝুলিয়ে দেওয়া টার্গেটে পৌঁছে যেতে ভারত খরচ করে মোটে ৭.১ ওভার। অর্থাৎ, মাত্র ৪৩ বলেই খেল খতম করে ভারত।
আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি মাঠে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান🍷্ত নেয় ভারত। প্রথমে ব্যাট💦 করতে নেমে নেপাল রাজ লিম্বানির আগুনে ঝলসে যায়। কোনও রকমে ৫০ রানের গণ্ডি টপকেই অল-আউট হয়ে যায় তারা। ২২.১ ওভারে নেপালের ইনিংস শেষ হয়ে যায় ৫২ রানে। দলের কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। নেপালের ব্যাটারদের ব্যক্তিগত সংগ্রহ পাশাপাশি রাখলে মোবাইল নম্বর মনে হওয়াই স্বাভাবিক।
নেপালের হয়ে এদিন মাঠে নামেন দু'জন দীপক। উল্লেখযোগ্য বিষয় হল, নামের মতো উভয়ের পদবিও এক। একজন দীপক বোহারা ওপেন করতে নেমে ১ রান করেন। অন্য দীপক বোহারা সাত নম্বরে ব্যাট করতে নেমে ৭ রানে আউ💮ট হন।
আরও পড়ুন:- ‘ছিটকে গেল’ মিডল স্টাম্প, তাও ব্যাটারকে আউট দিলেন না আম্পায়ার🌌, এমন ভাগ্য ক'জনের হয়!
এছাড়া অর্জুন কুমাল ৭, দেব খানাল ২, গুলশান ঝা ৪, দীপেশ কান্ডেল ৪, সুবাশ ভান্ডারী ২, 🤡হেমন্ত ধামি ৮ ও আকাশ চাঁদ অপরাজিত ৪ রান 𝓡করেন। উত্তম মাগার ও দীপক দামরে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।
ভারতের ১৮ বছর বয়সী ডানহাতি পেসার রাজ লিম্বানি ৯.১ ওভারে ৩টি মেডেন-সহ মাত্র ১৩ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। ৯ ওভারে ২টি ম𒆙েডেন-সহ ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন আরাধ্য শুক্লা। অর্শিন কুলকার্নী ২ ওভারে ৭ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। ২ ও꧅ভারে ১টি মেডেন-সহ মাত্র ১ রান খরচ করেন সৌম্য পাণ্ডে। তিনি কোনও উইকেট পাননি।
পালটা ব্যাট করতে নেমে ভারত মাত্র ৭.১ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৫৭ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতে ভারতের যুব দল। আদর্শ সিং ১৩ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। তিনি ২টি চার মারেন। ১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৪৩ রান করে নট-আউট থাকেন অর্শিন কুলকার্নি। আগুনে বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা হন রাজ লিম্বানি♍।