বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টের আড়াই দিনের বেশি সময় বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। 🔯তা সত্ত্বেও পর্যাপ্ত সময় বাকি থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা ভেস্তে যায় মন্দ আবহাওয়ায়।
হতে পারে ভারত যে রকম আগ্রাসী ব্র্য়ান্ডের ক্রিকেট খেলার ক্ষমতা রাখে, তাতে কিউয়িদের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট চার দিনেই নিজেদের অনুকূলে টেনে নিতে পারে। তবে নিউজিল্যান্ড দল আর যাই হোক বাংলাদেশের ♋মতো দুর্বল নয়। তাই ভারত যদি অল-আউট আক্রমণে য🐼াওয়ার চেষ্টা করে, তাতে হিতে বিপরীত হতে পারে। সুতরাং, বৃষ্টিতে যদি বেঙ্গালুরু টেস্টের আরও সময় নষ্ট হয়, তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ড্র হতে পারে।
ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে যে, বেঙ্গালুরু টেস্ট যদি শ🌳েষমেশ ড্র হয়, তবে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্ন কতটা ধাক্কা খেতে পারে? এক্ষেত্রে ভারতের রাস্তা তুলনায় কঠিন হবে বটে, তবে চূড়ান্ত অনিশ্চিত ܫহয়ে দাঁড়াবে না মোটেও।
ভারত এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের একღ নম্বরে রয়েছে। টিম ইন্𒀰ডিয়ার পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৭৪.২৪। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৬২.৫০। শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে। তাদের পয়েন্ট সংগ্রহের শতকরা হার ৫৫.৫৬।
সুতরাং, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছে ভারত। তবে পরিস্থিতি প্রতিকূল হয়ে দাঁড়ালে তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা এক্ষেত্রে বেগ দিতে পারে টিম ইন্ডিয়াকে। অন্য কোনও দলের ফলাফলের উপর নির্ভর না করে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশಞিপের ফাইনালে উঠতে হলে অন্তত তিনটি টেস্ট জিততে হবে এবং ১টি ড্র করতে 🎶হবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজের সবগুলি জয়ের বিষয়ে ফ🅠েভারিট টিম ইন্ডিয়া। কিউয়িদের হোয়াইটওয়াশ করতে পারলে অস্ট্রেলিয়া সফরে একটি টেস্ট ড্র করেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে ভারত। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট যদি ড্র হয়, তবে কিউয়িদের বাকি ২টি টেস্টে হারিয়ে অজি সফরেও ১টি টেস্ট জিততে হবে টিম ইন্ডিয়াকে।
ভারত অস্ট্রেলিয়া সফরে নিজেদের শেষ ২টি টেস্ট সিরিজ জিতে এসেছে।🍸 তাই এবার বর্ডার-গাভাসকর ট্রফির ৫ টেস্টের সিরিজে রোহিতদের অন্তত ১টি ম্যাচ জেতা বিশেষ অসুবিধার হবে বলে মনে হয় না।