আউট অফ ফর্মে থাকা মহম্মদ সিরাজের পাশে দাঁড়ালেন মহম্মদ শামি। সতীর্থকে দারুণ সাপোর্ট করলেন তিনি। এরপরে মহম্মদ সিরাজের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ টিপসও দিয়েছেন ভারেতর অভিজ্ঞ পেস বোলার। মহম্মদ শামির মতে, তার একই জায়গায় একটানা বোলিং করা উচিত। দুর্দান্ত ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে বেশ কিছুদিন ধরে তাঁর সেরা ফর্মে দেখা যাচ্ছে না। গত তিন টেস্টে মাত্র ৬ উইকেট ন꧒িয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে মহম্মদ সিরাজ ৪ উইকেট নেন, আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে খেলা প্রথম টেস্টে নেন✃ দুই উইকেট।
আরও পড়ুন… IND vs NZ: কেন ওয়াশিংটনকে দলে নেওয়া হল? টিমের গে♒মপ্ল্যান ফাঁস করলেন গম্ভীরের সহকারী
সিরাজের ফর্ম নিয়ে টিম ইন্ডিয়া-
এখন টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে হবে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এবং মহম্মদ সিরাজের ফর্ম দেখে বলা যেতেই পারে এই ম্যাচে তাঁকে প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হতে পারে। সম্প্রতি সিরাজের ফর্ম নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন মহম্মদ শামি।💎 মহম্মদ শামির মতে, তার একই জায়গায় একটানা বোলিং করে যাওয়া উচিত।
আরও পড়ুন… ভিডিয়ো: রিজওয়ানদের ফেলে দেওয়া এঁটো বোতল🔯 কুড়াচ্ছেন পাক দলের কোচ! অবাক করল গিলেসপির এমন আচরণ
সিরাজকে নিয়ে শামি কী বললেন?
স্পোর্টসটকের সঙ্গে আলাপকালে মহম্মদ শামি বলেন, ‘সিরাজ যে নতুন খেলোয়াড় তা নয়, তার অনেক অভিজ্ঞতা আছে। অনেক সময় এমন হয় যে আমরা যখন কোনও কিছুতে মনোযোগ দিই, তখন তা হয় না। আমি মনে করি সিরাজের বর্তমানে এমন একটি পর্যায়ে যাচ্ছে যেখানে তাঁক𝔍ে কিছু করতে হবে কিন্তু সেটা হচ্ছে না। তিনি উইকেট নেওয়ার চেষ্টা করছেন কিন্তু খেলোয়াড়রা আউট হচ্ছে না। বল ব্যাটꦅে লেগে বাতাসে চলে গেলে ক্যাচ ছেড়ে দিচ্ছেন খেলোয়াড়রা।’
আরও পড়ুন… PAK vs ENG: সচিন তেন্ডুলকরের সবচেয়ে বড় রেকর্ড ভেঙে দে♔বেন জো রুট! অ্যালেস্টার কুকের ভবিষ্যদ্বཧাণী
সিরাজকে শামি কী পরামর্শ দিলেন?
এরপরে শামি বলেন, ‘এমন সময়টা কেরিয়ারে মাঝে মাঝে আসে। হতাশ হওয়ার দরকার নেই। 🌸আমি মনে করি তাঁর মেজাজ হারিয়ে রাগ করা উচিত নয় এবং একটাܫ জায়গা বেছে নাও, তারপর একটানা সেখানে বল করতে থাকুক। একবার সফল হলে কেউ আর আটকাতে পারবে না।’
মহম্মদ শামি কিছু রঞ্জি ট্রফি ম্যাচে অংশ নিতে চান
মহম্মদ শামি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি, বেঙ্গালুরুতে প্রশিক্ষণ নিচ্ছেন এবং আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়াতে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে তার আগে মহম্মদ শামি বাংলার হয়ে কিছু ম্যাচ খেলতে চান, যাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভাဣলো পারফর্ম করতে পারেন। যদিও মহম্মদ শামির ব্যাপারে তাড়াহুড়ো করতে চান না টিম ম্যানেজমেন্ট ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা। সমস্ত ভারতীয় ভক্তরাও মহম্মদ শামিকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে চান।