২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত ঠিকঠাক ভাবে শেষ হবে তো? বৃষ্টিতে বারবার বিঘ্ন ঘটছে। এমনিতেই বৃষ্টির কারণে দের😼ীতে শুরু হয়েছিল খেলা। এক ওভার হতে না হতেই ফের বৃষ্টিতে বন্ধ হয়ে যায় ম্যাচ। ফের আবার শুরু হয়েছে।
বৃষ্টির আশঙ্কা আগে থেকেই ছিল। সেই আশঙ্কাকে সত্যি করেই টসের আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। যার জেরে পিছিয়ে যায় টস। ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে সা🤡তটার বদলে আধ ঘণ্টা পিছ✨িয়ে রাত আটটায় হয় টস। আর এই টসের সময়েই ঘটে গিয়েছে মজার এক ঘটনা। যার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: বিরাটের জুতোর সমানও নয়… বাবরের সঙ্গে কোহলির তুলনা টানাꦫ নিয়ে সরব পা🧜ক প্রাক্তনী
ভুলো রোহিত শর্মা
ভারত অধিনায়ক রোহিত শর্মার ভুলো মনের কথা কে জানে জানে! রবিবার নিউইয়র্কে অনুষ্ঠিত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের আগে রোহিত নিজেকে ফের হাসির খোরাক বানালেন। টসের সময়ে ভারত এবং পাকিস্তানের দুই অধিনায়ক অর্থাৎ রোহিত শর্মা এবং বাবর আজম যখন টসের জন্য মাঠে আসেন, তখন রোহিত টসের মুদ্রাটি পকেটে রেখেছিলেন। এদিকে কয়েন টস করার সময় এলে সঞ্চালক রবি শাস্ত্রী রোহিতকে কয়েন টস করতে বলেন। তখন তিনি বেমালু⭕ম ভুলে গিয়েছিলেন কয়েনটি কোথায় রেখেছেন। রোহিত কয়েনের জন্য ম্যাচ রেফারি ডেভিড বুমের দিকে প্রথমে হাত বাড়িয়ে দেন। তার পর নিজেই মুদ্রাটি খুঁজতে থাকেন। পর🐈ে নিজের পকেট থেকেই বের করেন কয়েনটি। রোহিত নিজের কাণ্ডে নিজেই হেসে ফেলেন। বাবরও ভুলো রোহিতকে দেখে হাসি চাপতে পারেননি। হোহো করে হেসে ফেলেন।
বৃষ্টিতে জেরবার ভারত-পাক ম্যাচ
পাকিস্তান অধিনায়ক বাবর আজম টস জেতেন। আর টস জিতে তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। রোহিত শর্মা༒ও জানিয়ে দেন যে, তিনিও টস জিতলে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন। এদিকে টসের পর ফের বৃষ্টি নামে। এতে আরও পিছিয়ে যায় ম্যাচের সময়। ম্যাচ শ🐈ুরু হয় ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা ৫০ মিনিটে। ম্যাচ শুরু হওয়ার পর এক ওভার হতে না হতেই ফের শুরু হয়েছিল বৃষ্টি। বৃষ্টি থেমে খেলা শুরু হতেই না হতেই সাজঘরে ফিরে যান ভারতের দুই ওপেনার বিরাট কোহলি (১২ বলে ১৩) এবং রোহিত শর্মা (৩ বলে ৪)।
ভারতের একাদশে কোনও পরিবর্তন হয়নি, পাকিস্তান একটি পরিবর্তন করেছে
পাকিস্তানের বিরুদ্ধে ভারত তাদের একাদশে কোনও পরিবর্তন করেনি। তারা একই টিম ধরে রেখেছে। পাকিস্তান দলে একটি পরিবর্তন করেছে। ইমাদ ওয়াসিম আমেরিকার বিরুদ্ধে পুরোপুরি ফিট না থাকায়, আজম খানকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ব্যর্থ꧃ হয়েছিলে♚ন আজম। তাই ইমাদ ফিট হওয়ার পরেই, আজম খানকে বাদ গিয়ে ইমাদকে ফেরানো হয় একাদশে।
আরও পড়ুন: 𝕴রﷺেকর্ড গড়ে দু'শোর উপর স্কোর অজিদের, ওয়ার্নাদের কাছে ৩৬ রানে হেরে চাপে পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা
ভারতের একাদশ- রোহিত শর্মা (ক্যাপ্টেন), বির✅াট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবে, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্꧋র জাদেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং।
পাকিস্তানের একাদশ- বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ ꦆরিজওয়ান (উইকেটকিপার꧃), উসমান খান, ফখর জামান, শাদব খান, ইফতিখার আহমেদ, ইমদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ এবং মহম্মদ আমির।