ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়ে গেল। মঙ্গলবার (২৩ জুলাই) থেকেই গৌতম গম্ভীরের নেতৃত্বে অনুশীলনে নেমে পড়লেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা। রাহুল দ্রাবিড়ের কাছ থেকে জাতীয় কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর, এটাই গম্ভীরের প্রথম সিরিজ। তাই তাঁর চ্যালেঞ্জটা কিন্তু বেশ কঠিনই হবে। তাছাড়া দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দল সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। যে কারণে এই সিরিজে সেই মানܫ বজায় রাখাটাও গৌতির কাছে চ্যালেঞ্জিং হবে।
আরও পড়ুন: পালটা গালি দেবে তোমরাও… একেবারে অন্য মেজাজের দ্রাবিড়কে প্রকাশ🍌্যে আনলেন অভিষেক শর্মা
যাইহোক গম্ভীরের অভিযান শুরুর প্রথম দিনটা ক্যামেরাবন্দি করে রেখেছে বিসিসিআই। এবং সেটি তারা তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করতেই হুহু করে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে, গম্ভীরকে অনুশীলনের মাঝে কিছু ক্রিকেটারের সঙ্গে কথা বলতে, সঞ্জুকে ব্যাটিংয়ের পাঠ পড়াতে, গোটা দল একসঙ্গে গোল হয়ে দাঁড়ালে, সেখানে গম্ভীর এবং সূর্য কিছু🗹 বক্তব্যও রাখেন।
আরও পড়ুন: তিন-চার ওভারের পর… অক্ষরকে নিয়ে সূ🐬র্যের গোপন পরিকল্ไপনা ফাঁস হয়ে গেল ক্যামেরায়- ভিডিয়ো
তবে এর মধ্যে যে মুহূর্তটি সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়েছে, তা হল সঞ্জু স্যামসনের সঙ্গে গৌতম গম্ভীরের ক্রিকেটীয় আলোচনা। সঞ্জুকে কিছু টিপস দিয়েছেন গৌতি। ভিডি꧟য়োতে দেখা গিয়েছে, অফ সাইডে খেলার কৌশল নিয়ে স্যামসনকে কিছু বলছেন ভারতের নয়া প্রধান কোচ। আসলে ওয়ানডে দলে সঞ্জু স্যামসনকে না রাখা নিয়ে তীব্র বিতর্ক চলছে। তাই এমন পরিস্থিতিতে সঞ্জুকে বিশেষ ভাবে গম্ভীরের ব্যাটিং টিপস দেওয়া𒉰র ভিডিয়ো ভাইরাল হতে বাধ্য।
সঞ্জু স্যামসন সম্প্রতি জিম্বাবোয়ে সফরে বেশ ভালো পারফরম্যান্স করেছেন। তিনি ২ ইনিংসে একটি অর্ধশতরান সহ মোট ৭০ রান করেছিলেন। শুধু তাই নয়, ভারতীয় দলের হয়ে সঞ্জু তাঁর শেষ ওডিআই ম্যাচে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। তার পরেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে জায়গা পননি ত🌳িনি। অথচ রিয়ান পরাগ সেভাবে আহামর🌱ি পারফরম্যান্স না করেও, টি২০ এবং ওডিআই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। যে কারণে বিতর্ক আর তীব্র হয়েছে।
এখানেই শেষ নয়, রুতুরাজ গায়কোয়াড় এবং অভিষেক শর্মাও জিম্বাবোয়ে সফরে ভালো পারফরম্যান্স করেছিলেন। অভিষেক আর রুতুরাজকে তো পুরো শ্রীলঙ্কা সফর থেকেই বাদ দেওয়া হয়েছে। সঞ্জু স্যামসন তাও টি২০ দলে সুযোগ পেয়েছেন। এই প্রসঙ্গে ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর দাবি করেছেন, ‘সকলকে তো এক সিরিজে নেওয়া সম্ভব নয়। আমাদের চ্যালেঞ্জ হল মাত্র ১৫ জনকে বাছাই করা। যে বাদ যাবে, তারই খারাপ লাগবে। কিন্তু তাকে দেখতে হব👍ে, যারা সুযোগ পেয়েছে, তারা যোগ্য কি না। যেমন কোনও দোষ না থাকলেও, বিশ্বকাপের দলে রিঙ্কুকে (সিং) জায়গা দিতে পারিনি। তবে যারা জায়গা পাচ্ছে, তাদের ভালো খেলতে হবে। নইলে পিছনে আর এক জন তৈরি আছে।’