ক্যাপ্টেন হিসেবে ভারতকে বিশ্বকাপ জিতিয়েই রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সুতরাং, ꦿভারতকে এবার একজন স্থায়ী টি-২০ ক্যাপ্টেন বেছে নিতে হবে। ভারতীয় দলে ফর্ম্যাটভেদে আলাদা আলাদা ক্যাপ্টেনের চল নেই। তবে ২০২২ ট🍬ি-২০ বিশ্বকাপের পর থেকে কার্যত তেমন ছবিই দেখা গিয়েছে।
রোহ༒িত শর্মা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে দূরে ছিলেন বেশ কিছুদিন। সেই সময়ে কখনও হর্দিক পান্ডিয়া, কখনও লোকেশ রাহুল, আবার কখনও ঋষভ পন্ত টিম ইন্ডিয়াকে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নেতৃত্ব দিয়েছেন। টি-২০ ক্রিকেটে ভারতের ক্যাপ্টেন্সি করেছ💦েন সূর্যকুমার যাদবও।
তবে এক্ষেত্রে হার্দিক পান্ডিয়🔥া ছিলেন রোহিতের পরে টি-২০ ক্রিকেটে ভারতের দ্বিতীয় পছন্দের অধিনায়ক। এমনকি গত টি-২০ বিশ্বকাপেও হার্দিককে রোহিত শর্মার ডেপুটি নির্বাচিত করা হয়। ধরে নেওয়া হচ্ছিল যে, শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ থেকেই হার্দিক পান্ডিয়াকে ভারতের স্থায়ী টি-২০ দলনায়ক ঘোষণা করা হতে পারে। তবে ছবিটা এই মুহূর্তে তেমন সুস্থির নেই মোটেও।
বর্তমান পরিস্থিতিতে নেতৃত্ব হাতে পাওয়ার দৌড়ে হার্দিকের কড়া প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন সূর্যকুমার যাদব। গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হওয়ার পরে সূর্যকুমার যাদবকেই এই নিরিখে এগিয়ে দেখাচ্ছে কয়েক পা। পরিস্থিতি যদি নাটকীয় মোড় না নেয়, তাহলে শ্রীলঙ্কা স🥂ফরে সূর্যকুমারের নেতৃত্বে মাঠে নামতে হতে পারে পান্ডিয়াকে। ২০২৬ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত ভারতের টি-২০ ক্যাপ🦂্টেন্সি হাতে পেতে পারেন সূর্যকুমার।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে এই প্রসঙ্গে বলেন, ‘রোহিতের অধীনে হার্দিক পান্ডিয়া ছিল ভারতের টি-২০ ভাইস ক্যাপ্টেন। ও সম্পূর্ণ ফিট এবং শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামবে। এই সিরিজে হার্দিকের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তবে মনে হচ্ছে সূর্যকুমার যাদব শুধু এই সিরিজেই𝓰 নয়, বরং ২০২৬ পর্যন্ত টি-২০ ক্যাপ্টেন হয়ে যেতে পারে।’
উল্লেখ্য, ২৭ থেকে ৩০ ﷽জুলাইয়ের মধ্যে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। পরে ২ থেকে ৭ অগসᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্টের মধ্যে কলম্বোয় খেলা হবে দু'দলের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। হার্দিক পান্ডিয়া টি-২০ সিরিজে মাঠে নামবেন। তবে ব্যক্তিগত কারণে তিনি ওয়ান ডে সিরিজ খেলবেন না।