তৃতীয় টি-টোয়েন্টিতে ইশান কিষানের বদলে খেলতে নেমে নিরাশ করেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু চতুর্থ টি-টোয়েন্টিতে তিনি বিধ্বংসী মেজাজে ছিলেন। রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেক🌞ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ম্যাচের সেরাও হয়🐼েছেন যশস্বী।
যশস্বী ৫১ বলে অপরাজিত ৮৪ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছেন। তা🐻ঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা এবং ১১টি চা⭕র। ওয়েস্ট ইন্ডিজের পেসারদের বিরুদ্ধে সাবলীল ভাবে খেলার জন্য তিনি আইপিএলকেই কৃতিত্ব দিয়েছেন। আইপিএলে জেসন হোল্ডার এবং ওবেদ ম্যাকয় রাজস্থানের হয়ে খেলেছেন। যশস্বীও সেই দলেরই প্লেয়ার। তাই তিনি ম্যাচের পর সাফ বলে দিয়েছেন, ‘জেসন হোল্ডার এবং ওবেদ ম্যাকয়ের বিরুদ্ধে আইপিএলে অনেক খেলেছি। নেটে ওদের বিরুদ্ধে খেলার সুবিধা পেয়েছি। সত্যি বলতে, আইপিএল অনেকটাই সাহায্য করেছে।’
আরও পড়ুন: টসের সময়েই ‘ম্যাচ হারার’ মতো হতাশা প্রকাশ 𓄧করেছিলেন হার্দিক꧙, এর কারণটা জানেন কী?
তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যর্থ হওয়ার পরেও, তাঁর উপর ভরসা রাখার জন্য ম্যানেজমেন্ট, অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ধন্যবাদ দিয়েছেন যশস্বী। রাজস্থান রয়্যালসের তারকা বলেছেন, ‘আমি হার্দিক ভাই এবং সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাতে চাই, তারা যে ভাবে আমার পাশে ছিল তার জন্য। তাদের কথাগুলো আমার🌄 উপর সত্যিই প্রভাব ফেলেছিল। হার্দিক ভাইয়ের সঙ্গে কী ভাবে ব্যাট করব সেই বিষয়ে আলোচনা হয়েছিল। সেটাই করার চেষ্টা করেছি।’
আর♛ও পড়ুন: বিমানে উঠতে 🎃দেওয়া হয়নি বলে নেটপাড়ায় ক্ষোভ উগরাতে গিয়ে পাল্টা ট্রোলড হলেন শেফালি
ভারতের বাঁ হাতি ওপেনারকে বেশ সপ্রতিভ লেগেছে। যশস্বী।অবশ্য বলছিলেন, ‘আমি ব্যাট করার সময়ে দলের প্রয়োজনের কথা ভাবি। সে ভাবে খেলার চেষ্টা করি। যে পরিস্থিতিতে যে ভাবে ব্যাট করা উচিত সেটাই▨ করি। আমি শুধু ভাবি, আমি কত দ্রুত স্কোর করতে পারি এবং পাওয়ারপ্লে-তে কত রান করতে পারি। অবশ্যই উইকেট পড়া এবং অন্য পরিস্থিতি তৈরি হলে আলাদা। কিন্তু আমার উদ্দেশ্য, দ্রুত রไান যোগ করা। চেষ্টা করি, পাওয়ার প্লে-র মধ্যে যতটা সম্ভব বেশি রান করতে। এই ম্যাচেও সেটাই করেছি।’
চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে🙈 প্রথমে ব্যাট করে ভারতের সামনে চ্যালেঞ্জিং꧋ টার্গেট রাখে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান করে তারা। শিমরন হেতমায়ের ৩৯ বলে ৬১ এবং শাই হোপ ২৯ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। ভারতের হয়ে আর্শদীপ সিং ৩ উইকেট এবং কুলদীপ যাদব ২ উইকেট নেন।