টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে তেমন ক♛োনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে-তে তব🍃ু কিছুটা পালটা দিলেও শেষমেশ সিরিজ হারতে হয় ক্যারিবিয়ানদের। তবে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই মরিয়া লড়াই চালায়।
প্রথম ২টি টি-২০ ম্যাচ জিতে ক্যারিবিয়ান দল শুরুতেই সিরিজে ২-০ লিড নেয়। পরের ২টি ম্যাচ জিতে ভারত সিরিজে ২-২ সমতা ফ♈েরায়। স্বাভাবিকভাবেই উত্তেজক রূপ নিয়েছে ২০ ওভারের সিরিজ। নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচটি।
যাবতীয় স্পটল♈াইট এখন ফ্লোরিডার ফাইনাল ম্যাচে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল টানা তিন ম্যাচ জিতে সিরিজের দখল নিলেই ইতিহাস গড়বে। কেননা এখনও পর্যন্ত বিশ্বের কোনও দল ৫ ম্যাচের টি-২০ সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে ট্রফি হাতে তুলতে পারেনি। সেক্ষেত্রে ভারতই হতে পারে প্রথম দেশ, যারা ০-২ থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে ৫ ম্যাচের টি-২০ সিরিজ জিতবে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ যদি শেষ ম্যাচ জিতে যায়, তবে সব ফর্ম্যাট মিলিয়ে ১৭ বছর পরে ক্যারিবিয়ানদের বিরু💟দ্ধে আন্তর্জাতিক সিরিজ হারার লজ্জা সঙ্গে নিয়েই দেশে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে।
আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচটি কবে, কোথায়, 🔯কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে।
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম টি-২০ ম্যাচ:-
১৩ অগস্ট,𒆙 রবিবার অনুষ্ঠিত হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচটি।𝔉
কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ:-
ফ্লোরিডার▨ সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে খেলা হবে সিরিজের শেষ টি-২০ ম্যাচটি। উল্লেখ্য, এই মাঠেই অ𝓡নুষ্ঠিত হয় সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ।
কখন শুরু হবে ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টার⛎ সময় শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৭টা ৩০ মিনিটে।🌳
আরও পড়ুন:- IND vs W👍I🌄 4th T20I: গিল-যশস্বীর যুগলবন্দিতে ক্যারিবিয়ানদের দুরমুশ করল ভারত
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের ম্যাচগুলি দূরদর্শনে দেখা যাচ্ছে। পঞ্চম তথা 🦋শেষ টি-২০ ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে ডিডি স্পোর্টস চ্যানেলে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
ভারত-ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম টি-২০ ম্যাচটি ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে। জিওসিনেমা অ্যাপে বিনা পয়সায় দেখা যাবে খেলা। তাছাড়া ম্যাচটির লাইভ স্কোর আপডেট-সহ যাবতীয় তথ্য-পরিসংখ্যান ও খবর পেয়ে যাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।