ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ২টি লাল বলের ম্যাচের জন্য 💧ঘোষিত হল ভারতীয়-এ দল। ১৩ জনের অভিন্ন স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলার দু'জন ক্রিকেটার। ওপেনার অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে ফের ভারতীয়-এ দলে সুযোগ পেলেন তারকা পেসার আকাশ দীপ।
ঈশ্বরন শুধু ওপেনার হিসেবেই স্কোয়াডে জায়গা পাননি, বরং তিনি ভারতীয়-এ দলকে ফের নেতৃত্ব দেবেন এই ২টি ম্যাচে। উল্লেখ্য, গত দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয়🌜 বেসরকারি টেস্টে ভারতীয়-এ দলকে নেতৃত্ব দেন ঈশ্বরন। তার আগেও অবশ্য বেশ কিছু ম্যাচে ভারতীয়-এ দলের নেতা নির্বাচিত হয়েছিলেন অভিমন্যু।
জানুয়ারিতে ভারতীয়-এ দলের বিরুদ্ধে ৩টি চারদিনের বেসরকারি টেস্ট ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড লায়ন্স। আপাতত প্রথম ম্যাচের জন্য ঘোষিত হয় ভারতীয়-এ দল। তবে তিন ম্যাচের সিরিজের আগে এদেশে একটি ২ দিনের প🐻্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ডের-এ দল বা๊ ইংল্যান্ড লায়ন্স। সেই ম্যাচটির জন্য জাতীয় নির্বাচকরা আলাদা দল বেছে নেওয়ার প্রয়োজন মনে করননি।
অর্থাৎ, ঈশ্বরনের নেতৃত্বে ১৩ জনের যে স্কোয়াড বেছে নেওয়া হয়েছে, ২ দিনের প্রস্তুতি ম্যাচ ও সিরিজের প্রথম চারদিনের ম্যাচে মাঠে নামবে সেই স্কোয়াডে নির্বাচিত হওয়া ক্রিকেটাররাই। ভারতীয়-এ দলের এই স্কোয়াডে তারকার অভাব নেই। সাই সুদর্শন, রজত পতিদার, সরফরাজ খানরা জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। তাঁরা দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতীয়-এ দলের হয়ে মাঠে না🍃মেন। দুই উইকেটকিপার হিসেবে নাম রয়েছে কেএস ভরত ও ধ্রুব জুরেলের। তবে ম্যাচগুলিতে আলাদা করে ভারতীয় ক্রিকেটমহলের নজর থাকবে বিদ্বথ কাভেরাপ্পার দিকে।
২ দিনের প্রস্তুতি ম্যাচটি খেলা হবে আগামী ১২-১৩ জানুয়ারি। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আমদাবাদের নরেন্দ্র মোদ🌼ী স্টেডিয়াম-বি গ্রাউন্ডে। পরে ১৭ থেকে ২০ জানুয়ারি আমদাবাদের মূল স্টেডিয়ামে খেল𒁃া হবে সিরিজের প্রথম বেসরকারি টেস্ট। পরবর্তী ২টি মাল্টি-ডে ম্যাচের সূচি এখনও ঘোষণা করা হয়নি। সেই ২টি ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াডও ঘোষণা করা হবে পরবর্তী সময়ে।
ভারতীয়-এ স্কোয়াড:-
অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), সাই সুদর্শন, রজত পতিদার, সরফরাজ খান, প্রদোষ রঞ্জন পাল, কেএস ভরত (উইকেটকিপার), মানব সুতার, পুলকিত নারাং, নভদীপ সাইনি, তুষার দেশপান্ডে, বিদ্বথ কাভেꩲরাপ্পা, ধ্রুব জুরেল (উইকেটকিপার) ও আকাশ দীপ।
ভারতীয়-এ দল বনাম ইংল্যান্ড লায়ন্সের ২টি লাল বলের ম্যাচের সূচি:-
১২-১৩ জানুয়ারি: ২ দিনের প্রস্তুতি ম্যাচ (আমদাবাদ)।🌠১৭-২০ জানুয়ারি: সিরিজের প্রথম𓃲 বেসরকারি টেস্ট (আমদাবাদ)।