আইসিসি টি২০ বিশ্বকাপ জিতে গত বৃহস্পতিবারই দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জ♔িতিয়েছেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা। ফাইনাল ম্যাচে টিম গেমে ভর দিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। কেউ বলতে পারবে না কোনও একজন বা দুজন ভালো খেলেছেন, অধিকাংশ ক্রিকেটার নিজেদের শ্রেষ্ঠ পারফরমেন্স দেওয়াতেই জয় এসেছে। নিজের কেরিয়ারে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ বিশ্বকাপ, দুটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে হারের মুখ দেখার পর অবশেষে অনবদ্য পারফরমেন্স করে ২০২৪ টি২০ বিশ্বকাপে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন জসপ্রীত বুমরাহ। বিশ্বজয়ের পর দশ দিন পেরিয়ে গেলেও, তারকা পেসার বলছেন তাঁর কাছে এখনও সব যেন স্বপ্ন মনে হচ্ছে।
সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে শেষ কয়েকদিনের একটি কোল্যাজ ভিডিয়ো আপলোড করেছেন জসপ্রীত বুমরাহ, যেখানে দেখা যাচ্ছে💛 বিশ্বজয়ের পর থেকে বিভিন্ন মূহূর্তের ছবি রয়েছে সেখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্💞র মোদীর সঙ্গে সাক্ষাৎ করা থেকে মুম্বইতে জনসমুদ্রে প্যারেড করা, সঙ্গেই বিরাট কোহলির মুখে তাঁর প্রশংসা। এই ভিডিয়ো পোস্ট করেনই ভারতীয় দলের স্টার পেসার বলেছেন, ‘সব কিছুই আমার কাছে অনেকটা স্বপ্নের মতোই মনে হচ্ছে শেষ কয়েকদিন ধরে। পুরোটাই আনন্দ আর ভালোবাসায় ভরা’।
আরও পড়ুন-সুহেলের জোড়া গোলে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট ! কলকাতা লিগে ফꦫের হোঁচট মোহনবাগানের
সেই ভিডিয়োতে শোনা যাচ্ছে বিরাট কোহলি বলছেন জসপ্রীত বুমরাহ ওয়ান্স ইন আ জেনারেশন ক্রিকেটার, তা শুনেই ভক্তরা বুমরাহ বুমরাহ স্লোগান দিচ্ছেন। জসপ্রীত বুমরাহকে নিয়ে ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে এই মন্তব্য করেছিলেন বিরাট কোহলি। তিনি বলেছিলেন, ‘আমি বলতে চাই ভক্তদের উদ্দেশ্য, সেই ব্যক্তির জন্য হাততালি দেওয়ার জন্য, যে আমাদের বারবার ম্যাচে ফিরিয়ে নিয়ে এসেছে। অসাধারণ পারফরমেন্স ছিল। ওর মতꦰো বোলার যুগে একটাই আসে, আমি নিজে অত্যন্ত খুশি যে বুমরাহ আমাদের হয়ে খেলে ’।
আরও🐈 পড়ুন-কবে চুরমা খাওয়াবেন প্রধানমন꧅্ত্রীকে, জানিয়ে দিলেন নীরজের মা! এবার স্পেশাল ট্রিট…
ফাইনাল ম্যাচে দঃ আফ্রিকার বিরুদ্ধে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন বুমরাহ। স্লগ ওভারে বোলিংয়ে এসে প্রোটিয়াদের সামনে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন বুম বুম বুমরাহই। গোটা প্রতিযোগিতায় ১৫ উইকেটের পাশাপাশি অত্যন্ত ক♋ম ইকোনমিতে বল করেছেন এই পেসার। প্রসঙ্গত গোটা আইসিসি টি২০ বিশ্বকাপ জুড়ে বুমরাহর অনবদ্য পারফরমেন্সের জন্য যেমন রোহিত শর্মা নিজের ক্রিকেট কেরিয়ারে অধিনায়ক হিসেবে একমাত্র আইসিসি ট্রফি জিততে পেরেছেন তেমনই বিরাট কোহলিও নিজের কেরিয়ারের প্ꦏরথম টি২০ বিশ্বকাপের স্বাদ পান।