India vs England- ‘আমার কিছু যায় আসে না কে কি বলল…’ ১ম ODIতে ৩ উইকেট নিয়েও কেন বিরক্ত হর্ষিত রানা?
Updated: 07 Feb 2025, 08:45 AM ISTপ্রথম একদিনের ম্যাচের পর হর্ষিত রানার কাছে আসে শিবম দুবের পরিবর্ত হওয়া নিয়ে প্রশ্ন। শুনে নাইট পেসার বলছেন, ‘আমার মনে হয় লোকজন কথা বলতেই থাকবে। আমি শুধুই খেলতে চাই, ভালো হোক কিংবা খারাপ। আমার কিছু যায় আসে না, আমি শুধুই আমার দেশের জন্য পারফর্ম করে যেতে চাই। আমি মাঠের বাইরের কথাকে কোনও গুরুত্ব দিই না ’
পরবর্তী ফটো গ্যালারি