কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে প্রথম দিন কিছুক্ষণ খেলা হওয়ার পর খারাপ লাইটের কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ, এরপর শনিবার দ্বিতীয় দিনেও চলে এক জিনিস। এরই মধ্যে ভারতীয় ক্রিকেটারদের হোটেলের মধ্যে ফুটভলি খেলতে দেখা যায়। দীনেশ কার্তিকের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত ও ধ্রুব জুরেল সহ বেশ কিছু ℱভারতীয় ক্রিকেটারদের ফুটভলি♒ খেলতে।
দ্বিতীয় দিনে নির্ধারিত সময় টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পুরো দিনের মতো খেলা বন্ধ করার নির্দেশ দেন আম্পায়ার। এরপরই ভারতীয় দল হোটেলে ফিরে আসে। যেহেতু দু’দিন ধরে খেলা হচ্ছে না তাই ঋষভ পন্ত, অশ্বিনরা নিজেদের শারীরিকভাবে ফিট রাখতে ফুটভলি খেলায় অংশ নেন। সেই সময় হোটেলে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকর দীনেশ কার্তিক🧜। তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে অশ্বিন, জুরেল, সিরাজ এবং ঋষভ দু’টি পৃথক দলে ভাগ হয়ে ফুটভলি খেলছেন।
কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচে এখনও পর্যন্ত মাত্র ৩৫ ওভার খেলা সম্ভব হয়েছে। ভারত টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে এখনও পর্যন্ত ১০৭ রান করেছে। ভারতের হয়ে ২টি উইকেট নিয়েছেন আকাশদীপ ও ১টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে প্রথম দিন লাঞ্চের পর খারাপ আলো থাকায় খেলা বন্ধের সিদ্ধান্ত নেন আম্পায়ার। দ্বিতীয় দিনেও আবহাওয়ার কোনও রকম উন্ন💞তি হয়নি। বৃষ্টির কারণে পুরো মাঠ ঢেকে রাখা হয়। দুই দলই ড্রেসিং রুমে অপেক্ষা করতে থাকে। তবে শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হয় এদিনও খেলা হওয়া সম্ভব নয়। এরপর ভারতীয় দল হোটেলে ফিরে যায়।
কানপুর টেস্টের এখন ভিলেন হল বৃষ্টি। দর্শকরা এখনও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে হয়তো বাকি দিনগুলিতে খেলা সম্ভব হবে। কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে রবিবারও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। তবে সোমবার ও মঙ্গলবার বৃষ্টি কমতে পারে। খেলার পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ম্যাচ অমীমাংসিত থাকার সম্ভাবনাই বেশি। তাতেও সিরিজ ভারতের দখলেই যাবে। চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ༺ে ২৮০ রানে জয় পেয়েছিল ভারত, ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে রোহিতরা।