রাহুল দ্রাবিড়ের পরবর্তী কোচ কে হবেন? এই নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রাক্তন ভারত অধিনায়ক গৌতম গম্ভীর এই দৌড়ে এগিয়ে রয়েছেন। দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে গম্ভীরের সঙ্গে নাকি বিসিসিআই-এর কথাবার্তাও অনেক দূর এগিয়ে গিয়েছে। ২০২৪ আইপিএলে গম্ভীরের মেন্টরশিপের অধীনে কলকাতা নাইট রাইডার্স শিরোপা জিতেছে। এবং তার পরেই গৌতির নাম রোহিত শর্মাদের কোচ হিসেবে জোরালো হয়। তবে ভারতের প্রাক্তন প্রধান কোচ অনিল কুম্বলে✱ যদিও গম্ভীরের প্রশংসা করেছেন, পাশাপাশি দাবি করেছেন যে, জাতীয় দলের কোচিং করাটা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ।
আরও পড়ুন: ♛বৈষ্ণো দেবীর পুণ্যার্থীবোঝাই বাসে জঙ্গি হামলা, গর্জে উঠলেন পাক তারকা ক্রিকেটার, স্ত্রীর প্রভাব?
💙 ইএসপিএন ক্রিকইনফো-কে কুম্বলে বলেছেন, ‘ভারতের কোচ হিসেবে শক্ত মানসিকতার কাউকে দরকার এবং ধারাবাহিকতাটাও প্রয়োজন। রাহুল চমৎকার কাজ করেছে, এবং আশা করছি, এই বিশ্বকাপে ও ভারতকে জেতাবে। আপনাকে যা মনে রাখতে হবে, কিছু সিনিয়র খেলোয়াড় তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছে। আপনার এমন খেলোয়াড়দের প্রয়োজন, যাঁরা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে গিয়েছে এবং নিশ্চিত করতে হবে যে, ভারতের বোলিং এবং ব্যাটিং বিভাগের মান যাতে না পড়ে যায়। ভেবেচিন্তে কোচ নির্বাচন করতে হবে।’
আরও পড়ুন: ♏জয়ের হ্যাটট্রিক করে সুপার আটে ভারত, তবে কোহলি-রোহিতদের ব্য়াটিং নিয়ে কিন্তু চিন্তা থেকেই গেল
🎀 কুম্বলে আরও যোগ করেছেন, ‘গম্ভীরকে সময় দিতে হবে। ও অবশ্যই সক্ষম। আমরা গৌতমকে দল পরিচালনা করতে দেখেছি। ও ভারতকে নেতৃত্ব দিয়েছে। তা ছাড়া ওর ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি দিল্লি দলের হয়েও অধিনায়কত্ব করেছে। এবং নেতা হিসেবে ও নিজেকে প্রমাণও করেছে। ওর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও রয়েছে। তবে ভারতীয় দলের কোচের পদটা কিছুটা আলাদা। তাঅ ওকে থিতু হওয়ার জন্য সময় দিতে হবে। যেমনটা আমি বলেছি, ও যদি কোচ হয়, তবে ওর কাজ হবে শুধু বর্তমান পরিস্থিতি নয়, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎও দেখা।’
আরও পড়ুন: 🍎৪-৯-৪- দুরন্ত বোলিং ফিগার আর্শের, ইতিহাস গড়ে ভাঙলেন অশ্বিনের ১০ বছর আগের রেকর্ড
𒁏 গম্ভীর বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের বেশির ভাগ সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে পরিচিত এবং রিঙ্কু সিংয়ের মতো কিছু তরুণ তারকাকেও ঘনিষ্ঠ ভাবে চেনে। তবে কুম্বলে মনে করেন, প্লেয়ারদের সঙ্গে পরিচিতিটা কোচ হওয়ার মাপকাঠি হতে পারে না।
❀ তিনি বলেছেন, ‘কোচ বা খেলোয়াড় হিসেবে যুক্ত থাকার সময়ে, যদি দলের ক্রিকেটারদের সঙ্গে কারও ভালো পরিচিতি থেকেও থাকে, তবে সেটা খুব একটা বড় ব্যাপার হবে না। কোচ হিসেবে যোগ্য লোকের হাতে দায়িত্ব দেওয়াটা আসল। প্লেয়ারদের সঙ্গে কার কী পরিচিতি রয়েছে, সেটা বড় বিষয় নয়।’