টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় বরাবরই ভীষণই শান্ত, নম্র, গম্ভীর প্রকৃতির মানুষ। তাঁকে চট করে হাসতেও দেখা যায় না। খেলার বিষয়ে মারাত্মক সিরিয়াস। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের🌺 প্রথম ম্যাচের আগে সংবাদিক সম্মেলনে দ্রাবিড়কে একেবারে ভিন্ন মেজাজে পাওয়া গিয়েছে। তিনি নিজের ভাষাগত দক্ষতা নিয়ে সকলকে অবাক করে দিয়ে কৌতুক করেছেন। এবং তাঁকে প্রাণ খুলে হাসতে দেখা গিয়েছে। একেবারে নিজের চরিত্র থেকে বেরিয়ে এসে অন্য রূপে পাওয়া গিয়েছে দ্রাবিড়কে।
আমরা পড়ুন: 🍰ও এমএস ধোনি নয় যে, ওকে নেতৃত্বে ফিরিয়ে আনতে হবে- বাবরকে নিয়ে প্রকাশ্যে লড়াই দুই পাক ক্রিকেটারের
দ্রাবিড়ও হাসতে পারেন
🅷আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার আত্মতুষ্টি কাজ করবে না তো? এই সম্ভাবনা নিয়ে হিন্দিতে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে, দ্রাবিড় একটি উর্দু শব্দ ব্যবহার করেন, এবং তার পরে নিজেই নিজের পিঠ চাপড়ে দেন। আয়ারল্যান্ডকে হালকা ভাবে নেওয়ার বিষয়ে উদ্বেগ নিয়ে প্রশ্ন করা হলে দ্রাবিড় বলেন, ‘ইস ফরম্যাট মে, ইয়ে ফরম্যাট হি ইয়েহি হ্যায় কি আপ কিসি কো নজরআন্দাজ ইয়া হালকা নেহি লে সক্তে (এই ফর্ম্যাটটিই এমন যে, আপনি কাউকে উপেক্ষা করতে পারবেন না বা কাউকে হালকা ভাবে নিতে পারবেন না)।’
আরও পড়ুন: ﷽প্রত্যাবর্তনটি দেখার মতো হবে… বল হাতে অনুশীলন শুরু,২২ গজে ফেরার বড় ইঙ্গিত শামির- ভিডিয়ো
🉐‘নজরআন্দাজ’ শব্দটি নিজের কথার মধ্যে প্রয়োগ করতে পেরে খুশি হয়ে যান দ্রাবিড়। তিনি হাস্যকর ভঙ্গিতে যোগ করেন, ‘ওয়াহ! নট ব্যাড। ওয়েল ডান রাহুল! (বাহ! খারাপ নয়। দারুণ বলেছেন রাহুল!’ এটা বলে প্রাণ খুলে হেসে ফেলেন দ্রাবিড়। রাহুলের এমন চমকে দেওয়া মেজাজ দেখে, সেখানে উপস্থিত সাংবাদিকরা সকলেই অবাক হয়ে যান। তবে টিম ইন্ডিয়ার হেড কোচের এমন মজাদার আচরণে হাসি চাপতে পারেননি কেউই।
হেড কোচ হিসেবে বিশ্বকাপই শেষ টুর্নামেন্ট হতে চলেছে রাহুলের
𓄧এই সাংবাদিক সম্মেলনেই দ্রাবিড় নিশ্চিত করে দেন যে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপই ভারতের প্রধান কোচ হিসেবে তার চূড়ান্ত অ্যাসাইনমেন্ট হবে। তিনি ঘোষণা করেন, কোচের পদের জন্য পুনরায় আবেদন করবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার গুরুত্ব সম্পর্কে নিউইয়র্কে সাংবাদিকদের বলেছেন, ‘প্রত্যেক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। যে ক'টা ম্যাচে ভারতকে কোচিং করিয়েছি, প্রতিটা আমার কাছে গুরুত্বপূর্ণ। শেষ প্রতিযোগিতায় দায়িত্বে রয়েছি বলেই, এবারের বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ তা একেবারেই নয়।’
আরও পড়ুন: 🐟ভারতীয় দলকে নিঃসন্দেহে কোচিং করাতে পছন্দ করব- এবার নিজের মনের ইচ্ছের কথা প্রকাশ করলেন সৌরভ
൲সঙ্গে তিনি যোগ করেন, ‘কোচিং করাতে ভালোই লাগে। ভারতের কোচ হিসেবে সময়টা উপভোগ করেছি। বিশেষ ধরনের একটা কাজ। এই দলটার সঙ্গে কাজ করেও ভালো লেগেছে। তবে যে ধরনের সূচি আগামী দিনে রয়েছে এবং আমি নিজে জীবনের যে পর্যায়ে রয়েছি, তাতে মনে হয় না আর আবেদন করব।’