নিউজিল্যান্ডেরඣ কাছে হেরে টি২০ বিশ্বকাপে নিজেদের কাজ কঠিন করে দিয়েছে ভারতীয় মহিলা ব্রিগেড। যা পরিস্থিতি তাতে কোনওভাবেই সহজে তাঁরা সেমিফাইনালে উঠতে পারবেন না। রবিবার সামনে রয়েছে পাকিস্তান, সেই ম্যাচের পর হরমনপ্রীত কৌররা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এরপর অস্ট্রেলিয়ার। ফলে গ্রুপ অফ ডেথে প্রথম ম্য়াচেই হেরে কার্যত প্রতিযোগিতা থে🤪কেই ছিটকে যাওয়ার মুখে ভারতীয় মহিলা বাহিনী।
আরও পড়ুন-ট্রিস্টান স্টাব🧸সের শতরান! আরব সফরে অবশেষে সিরিজ জয়! আইরিশদের হারাল প্রোটিয়ারা…
আসলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক দাবি করেছিলেন, এই ভারত🌊ীয় দলই বর্তমানে সেরা। এছাড়াও মহিলা আইপিএলে খেলায়, টি২০ ফরম্যাটেও ক্রিকেটারদের উন্নতি হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু অধিনায়ক হরমনপ্রীত কৌর থেকে ক্যারিবিয়ান মহিলা প্রিমিয়র লিগে খেলে আসা জেমিমা রদ্রিগেজ, স𒀰কলেই ফ্লপ নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে।
আরও পড়ুন-মাত্র ১ বলেই T20 বিশ্বকাপ শেষ⛎! চোয়ালে বল লেগে মাঠ ছাড়꧙লেন উইন্ডিজ ক্রিকেটার…
স্মৃতি মন্ধনা শেষ কয়েকটা ইনিংসে ভালো ছন্দে থাকায় একটা খারাপ ম্যাচের জন্য তাঁকে দোষারোপ করা যায় না। কিন্তু যেভাবে গোটা দলের ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়ল কিউয়িদের বিরুদ্ধে, তাতে তাঁদের সেমি﷽ফাইনালের রাস্তা কঠিন হয়ে গেল। পরের তিনটি ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে টিম ইন্ডিয়াকে, এর মধ্যে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াওꦗ।
আরও পড়ুন-এক💦টুর জন্য দ্বিশতরান হাতছাড়া ঈশ্বরণের! মুম্বই꧒কে চালকের আসনে বসালেন মুলানি!
ভারতের সেমির পথে অঙ্ক-
রবিবার পরের ম্যাচে পুজা বস্ত্রেকর, দীপ্তি শ🐠র্মাদের প্রতিপক্ষ পাকিস্তান। এরপরের ম্যাচ ৯ তারিখ শ্রীলঙ্কার বিরুদ্ধে, যাদের কাছে সম্প্রতি এশিয়া কাপ ফাইনালে হেরেছে ভারত। এই দুই ম্যাচে জিততে পারলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বড় ব্যবধানে জিততে হবে ভারত, যদি আশা জিইয়ে রাখতে হয়। তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দিকেও, যাতে তাঁদের নেট রানরেট বেশি না হয়। কারণ ভারতের নেটরান রেট এই মূহূর্তে -২.৬৩২।
আরও পড়ুন-খারাপ পারফরমেন্সের শাস্তি? চার মাসের বেত♑ন আটকে পাক ক্রিকেটღারদের…শুরু নয়া বিতর্ক…
পরিস্থিতি যা তাতে টিম ইন্ডিয়ার কাছে পাহাড় প্রমাণ কাজই রয়েছে আগামী তিন ম্যাচে। আরও সমস্যায় বিষয় হল, শুক্রবার এত বড় ব্যবধানে হারের পরই রবিবার রয়েছে পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচ। ফলে মানসিক দিক থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের হ্যাঙ্গোভার কাটিয়ে ওঠারও তেমন সময় পাচ্ছেন না শেফারি বর্মা, রিচা ঘোষ🐎রা। এর মধ্যে জেমিমা, স্মৃতি, হরমনপ্রী🍨তদের মতো সিনিয়ররা দলের হাল ধরে ক্রিকেটারদের মনোবল ফিরিয়ে আনতে পারেন কিনা এখন সেটাই দেখার।