বাংলাদেশের বিরুদ্ধে ২৮০ রানে প্রথম টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারত। প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করেছে ভারতীয় পেসাররা। এবার তাঁদের সঙ্গে ওয়াসিম আক্রম꧑, শোয়েব আখতার এবং ওয়াকার ইউনুসের তুলনা টানলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৪৯ রানে অলডাউন করে দেয় ভারত। বল হাতে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং আকাশদীপ নজরকাড়া পারফরম্যান্স দেন। বুমরাহ ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন, মহম্মদ সিরাজ এবং আকাশদীপ ২টি করে উইকেট নেন।
ভারতীয় পেসারদের এহেন পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। এবার তাঁদের প্রশংসা করলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি। তিনি বলেন, ‘ভারতীয় বোলাররা খুবই কার্যকরী, তাঁরা এখন ওয়াসিম আক্রম, শোয়েব আখতারদের সমতুল্য হয়ে উঠেছে। তাদের কাছে মহম্মদ শামিও ছিল না, তারপরের এমন পারফরম্যান্স!’ বাসিত আলি শুধু বাংলাদেশ টেস্টে খেলা পেসারদের প্রশংসা করেননি, অন্যান্যদের নিয়েও কথা বলেছেন। প্রশংসা করেছেন ভারতের তরুণ পেসার মায়াঙ্ক যাদবের🃏। তিনি বলেন, ‘মায়াঙ্কের বল খুবই ভয়ঙ্কর। তাঁর বাউন্সার পুরো পারফেক্ট। আমি আশা করব অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে তাঁকে দেখা যাবে’।
♔প্রসঙ্গত, ২০২৪ আইপিএলে নজর কেড়েছিলেন মায়াঙ্ক যাদব। ২২ বছর বয়সী এই ক্রিকেটার লখনউ সুপার জায়ান্ট-এর হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ২০২৪ মরশুমের আইপিএলের সবচেয়ে দ্রুতগতির বলটি করেন তিনি। এক ম্যাচে ১৫৬.৭ কিমি বেগে বল করে শিরোনামে উঠে আসে মায়াঙ্ক। তবে শুধু তিনি নন, ভারতে সম্প্রতি উঠে এসেছে একাধিক পেস বোলার। দলীপ ট্রফিতেও নজর কেড়েছেন একাধিন তরুণ বোলার। নির্বাচকদের নজর রয়েছে তাঁদের দিকে। সামনে একাধিক টেস্ট রয়েছে ভারতের। নতুন কেউ সেই দলে সুযোগ পান কিনা সেটা সময় বলবে। বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। নভেম্বরে অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ বিদেশ সফরও রয়েছে ভারতের, সেখানে ৫টি টেস্ট ম্যাচ খেলতে দেখা যাবে বিরাট-সিরাজদের।
ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জিতে নিয়েছে রোহিতরা। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন এবার বাকি ৯টি টেস্ট ম্যাচে লক্ষ্য রয়েছে তাদের। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সবকটি টেস্ট ম্যাচ। ভারতের কাছে এখন প্রধান এবং একমাত্র লক্ষ্য ২০২৩-২০২৫ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় করা। সেদিকে নজর দিয়েছে বোর্ডও। আইপিএলের𓄧 পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও তুলে নিয়ে আসা হচ্ছে তরুণ প্রতিভাদের।