ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে লজ্জাজনক সিরিজ হেরেছে পাকিস্তান ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছিল ১০ উইকেটে ♍এবং দ্বিতীয় ম্যাচটি ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। পাকিস্তানের পরাজয়ে যন্ত্রণায় কাতর প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম। ভালো অবস্থানে থাকা সত্ত্বেও দল কীভাবে হেরে যায় তা হজম করতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
পাকিস্তান প্রথম টেস্টের প্রথম ইনিংস ৪৪৮/৬ স্কোরে ঘোষণা করেছিল। পাকিস্তানকে এগিয়ে বলে মনে হলেও বাংলাদেশ ৫৬৫ রান করে তাদের আশায় জল ঢেলে দেয়। একই সময়ে, দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট শিকার করেছিল পাকিস্তান। তব❀ে পাকিস্তান দল এবারও সুযোগ হাতছাড়া করে।
আরও পড়ুন… Border-Ga♋vaskar Trophy: শেষ 🍨দু'বার জিততে পারিনি, এবার কিন্তু ফল বদলাবে- আত্মবিশ্বাসী প্যাট কামিন্স
ওয়াসিম আক্রম এএফপিকে বলেন, ‘এটি একটি বড় ধাক্কা এবং আমাদের ক্রিকেট একটি মোড়ের মধ্যে রয়েছে। একজন প্রাক্তন খেলোয়াড় এবং অধিনায়ক এবং খেলার প্রেমিক হিসেবে আমি লজ্জিত যে তারা এত ভালো অবস্থানে থাকা সত্ত্বেও হেরে যায়। আমরা ঘরের মাঠে হারতে থাকি এবং এটা আমাদের ক্রিকেটের মান নিয়ে অনেক কিছু বলে।’ প্রথমবারের মতো পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়াসিম আক্রম বলছেন, ‘পাকিস্তান𝐆ের ঘরোয়া ক্রিকেটে প্রতিভার অভাব রয়েছে, যার ব্যাপক প্রভাব পড়েছে।’
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম বলেন, ‘তৃণমূল পর্যায়ে কোনও তৎপরতা না থাকায় আমাদের ক্রিকেটের মান কমে গেছে। এজন্য আমাদের সঠিক ব্যাকআপ নেই। আমাদের অনেক কিছু করার আছে। ক্রিকেটার হিসেবে আমাদের ধৈর্য ধরতে হবে, ঘুরে দাঁড়ানো🐻র এটাই একটা চাবিকাঠি। দুর্ভাগ্যবশত, এর কোনও দ্রুত সম🅠াধান নেই বলেই জানিয়েছেন তিনি।’ বাংলাদেশ সিরিজ হারার পর দেশের কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ। তিনি বলেন, ‘উন্নতির দিকে নজর দিতে হবে।’
আরও পড়ুন… সূর্য-সিরাজ-জাদেজার পরে আসন্ন Duleep Trophy থেকে ছিটকে গেলেন ইশান! কিষানের বদলি হবেন সঞ্জু- 🧔রিপোর্ট
সাংবাদিক সম্মেলন👍ে শান মাসুদ বলেন, ‘আমি পরাজয়ের দায় নিচ্ছি এবং দেশের কাছে ক্ষমা চাইছি। তবে আমি মনে করি কীভাবে 💛আমরা উন্নতি করতে পারি এবং আমাদের টেস্ট দলকে এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকে আমাদের ফোকাস করা দরকার।’ তিনি আরও বলেছেন, ‘এই সিরিজ হারার জন্য কোনও অজুহাত নেই এবং আমরা এটি মেনে নিয়েছি। তবে এটাও সত্যি যে খেলোয়াড়রাও ভালো পারফর্ম করতে চেয়েছিলেন। কিন্তু আমরা টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত ছিলাম না। আমরা যদি এগিয়ে যেতে চাই তবে আমাদের কিছু ব্যর্থতা সহ্য করতে হবে।’