পার্থ টেস্টে আপাতত অ্যাডভান্টেজ পজিশনেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর যে ভারতীয় দল এমন কামব্যাক করবে তা হয়ত বুঝতে পারেনি অতি বড় ভারতীয় ভক্ত। কিন্তু বুমরাহ, হর্ষিত, সিরাজরাই অসম্ভবকে সম্ভব করে দেখান। অক্সিজেন দেন গৌতম গ🥃ম্ভীরকে। প্রথম দিনের শেষে ৬৭ রানে ৭ উইকেট অস্ট্রেলিয়ার।
আরও পড🍎়ুন-অজি স্টার্ক থেকে ইং🌌রেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের খারাপ পারফরমেন্সের দিনেও রাজার মতোই ইনিংস খেলে গেলেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। তাঁকে দলে রেখে যে গৌতম গম্ভীররা কোনও ভুল করেননি সেটাই প্রমাণ করলেন তিনি। ৫🥀৯ বলে ৪১ রানের ইনিংসে মারলেন ৬টি চার এবং ১টি ছয়। কেন শার্দুল ঠাকুরকে না রেখে তাঁকে স্কোয়াডে রাখা হয়েছে, সেটাই বোঝালেন নীতীশ।
আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থাকতে পারেন আকাশদীপও🥂! বাংলার আ๊র কারা দামি?
ভারতীয় দলের ব্যাটার নীতীশ রেড্ডি বলছেন ‘আমি আমার প্ল্যান কাজে লাগিয়েছি সেটাই কাজে লেগেছে। ঋষভ অ্যাগ্রেসিভ ব্যাটার, ও ওর খেলা খেলছিল। আমি শুধু তখন বুঝে বুঝে খেলছিলাম। এই উইকেটটা ফাস্ট বোলারদের জন্য সুবিধা ছিল, স্পিনারদের তেমন কিছু ছিল না। তাই আমি নাথান লিয়নের বলে রান নেওয়ার চেষ্টা করি। আমরা এখন অ্যাডভান্টেজ পজিশনেই র𒆙য়েছি ঠিক জায়গায় বল করতে হবে। আশা করছি দ্বিতীয় ইনিংসে আমরা ভালো ব্যাটিং করে বড় রান সেট করব। যাতে অস্ট্রেলিয়াক𓆉ে চাপে ফেলা যায়।’
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T2🔯0 সিরিজে হার! এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
নীতীশ আরও যোগ করে বলছেন, ‘এটা আমার জন্য বিশেষ মূহূর্তে। টেস্ট ক্যাপ বিরাট কোহলির হাত থেকে পাওয়া আরও খুশির বিষয় ছিল, কারণ ছোট থেকেই ও আমার আইডন। ইন্ডিয়া এ সিরিজ খুব সাহায্য করেছে, এখানকার বাউন্সি উইকেটের সঙ্গে নিতে খুব সাহায্য কর🅺েছে। ১৫০ রান♒ে অলআউট হওয়ার পর শৃঙ্খলাপরায়ন বোলিং করতে হত, সেটাই বুমরাহ হর্ষিতরা করেছে। উইকেটও সাহায্য করেছে।’
আরও পড়ুন🌠-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারার মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
ম্যাচের 🔯আগে ঠিক কি বলে নীতীশ কুমার রেড্ডিকে তাতিয়েছিলেন ভারতীয় কোচ। বিশাখাপত্তনম থেকে উঠে আসা এই ক্রিকেটার বলছেন, ‘গৌতম গম্ভীর বলেছিল যখন কোনও বল তোমার গায়ে এসে লাগবে তখন তুমি মনে করবে দেশের জন্য তুমি গুলি খাচ্ছ। তাই পার্থ টেস্টের পিচ বা বা▨উন্স নিয়ে খুব বেশি ভাবিনি’।