অবসর নিয়েছেন অনেকদিন হয়ে গিয়েছে, কিন্তু আজও তিনি রয়েছেন চর্চায় এবং আলোচনায়। তিনি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার অবসর নেওয়ায় দুঃখ প্রকাশ করেছিল ক্রিকেট প্রেমী সহ গোটা দেশ। আজ ক্রিকেট ভক্তদের মনে রয়েছে মার্টিন গাপ্তিলের করা সেই রান আউট। সেটি ছিল ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে। যদিও ফাইনালে সুপার ওভারে রান আউট হয়েছিল গাপ্তিল নিজেও।টিম ইন্ডিয়া ক্রিকেট ভক্তরা সেই সময় আবেগের বশে বলেছিলেন, কর্মের ফল পেয়েছেন মার্টিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি এখনও আইপিএলে খেলছেন। এই বয়সেও দাপট দেখাচ্ছেন। গর্জন রয়েছে সেই সিংহের মতোই। মাহি ঠিক আগে যেমনটা ছিলেন এখনও সেই একই রয়ে গিয়েছেন।সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি গত আইপিএলে গুজরাটের বিরুদ্ধে ফাইনালের সেই মুহূর্তগুলি ভাগ করে নেন। আবেগতাড়িত মাহি জানান, 'ওই ফাইনাল (আইপিএল ২০২৩এর ফাইনাল) জিতে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। যেন মনে হচ্ছিল ভগবান উপর থেকে আগেই এই গল্প লিখে রেখেছিল। সেটা প্রথম ফাইনাল যেটা তিনদিন ধরে অনুষ্ঠিত হয়েছিল। প্রথমে ব্যাট করে ওরা (গুজরাট টাইটানস) ধারাবাহিকভাবে যে রান করে সেরকমই করেছিল। আমরাও সেই রান তাড়া করতে হবে ভেবেই খেলতে নেমেছিলাম। সেজন্যই পরিকল্পনা মতো খেলা হচ্ছিল। যখন যখন আমাদের বাউন্ডারির দরকার পরে ঠিক তখন তখনই আসে। পুরো গল্পের মতো ছিল ব্যাপারটা।'মাহি আরও জানান, 'সেই সময়ে ছয় না হোক, অন্তত চারের তো দরকার ছিলই। শেষ ওভার পর্যন্ত সবকিছুই আমাদের পরিকল্পনার অনুযায়ী চলছিল। রবীন্দ্র জাদেজা আর আমি সত্যিই খুশি, যাদের যা দরকারই রান গুলি করে দলকে ফিনিশ লাইন পার করিয়েছে।' প্রসঙ্গত, আইপিএলের ফাইনালে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস। বৃষ্টির জন্য নির্ধারিত দিনে ম্যাচ হয়নি। ম্যাচ হয় তারপরের দিন। চেন্নাইয়ের সামনে থাকে একটি বড় লক্ষ্য কিন্তু ওভার কম। শেষ ওভারে ছয় বলে দরকার ছিল ১৩ রান। প্রথম চারটি বলে আসে তিন রান। অবশেষে দুই বলে বাকি থাকে দশ। একটি ছয় এবং একটি চার মেরে দলকে ম্যাচ জেতায় রবীন্দ্র জাদেজা। এই জয় আনন্দে মেতে উঠতে দেখা যায় চেন্নাই সুপার কিংস দল সহ গোটা টিম ম্যানেজমেন্ট।