কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ব্রায়ান লারা মনে করেন যে, ওয়ার্কলোডের ধাক্কা সামলে, চনমনে হওয়ার জন্য মহম্মদ সিরাজকে অন্তত কয়েকটি ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া উচিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ভারতের অন্যতম প্ꦦরধান ফাস্ট বোলার সিরাজ এখনও পর্যন্ত ২০২৪ আইপিএলে নিজের চেনা ছন্দে নেই। যার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে আরসিবি।꧅ কারণ তারা ডানহাতি পেসারের নতুন বলের স্ট্রাইকের উপর অনেক বেশি নির্ভরশীল।
আরও পড়ুন: বুমরাহের বিরুদꦗ্ধে ২🥂-৩ বছর ধরে নেটে খেলেন না সূর্য- কারণটা নিজেই ফাঁস করলেন MI তারকা
সিরাজ এই আইপিএল মরশুমে ৬ ম্যাচে মাত্র ৪ উইকেট নিয়েছেন এবং প্রতি ওভারে ১০.৪১ করে রান দিয়েছেন। গত বছরের সিরাজের পারফরম্যান্স সম্পূর্ণ বিপরীত ছবি এই মরশুমে। গত বছর ১৪ ম্যাচে ৭.৫২ ইক𓆉োনমি রেটে ১৯টি উইকেট নিয়েছিলেন সিরাজ। সেই সঙ্গে গত বছর নতুন বলে উইকেট তুলে নিয়ে দলকে অক্সিজেন দিতেন তিনি। কিন্তু এই বছর একেবারে নিরাশ করছেন ভারতের তারকা পেসার।
আরও পড়ুন: DC ম্যাচে পাওয়া যাবেই না, কবে মাঠে ফির꧙বেন মায়াঙ্ক? আপডেট দিলেন LSG কোচ ল্যাঙ্গার
লারা স্টার স্পোর্টসে বলেছেন, ‘ওকে কয়েকটি কারণে বিশ্রাম দেওয়া উচিত। দলে কী ঘটছে, তা নিয়ে ওর ভাবা উচিত। সিরাজকে আমরা নতুন বলে উইকেট নিতে দেখেছি। সেটা টেস্ট ক্রিকেটে হোক, একদিনের ক্রিকেটে হো💧ক বা এই টি-টোয়েন্টি ফরম্যাটে। ও টিম ইন্ডিয়ার জন্য একজন চ্যাম্পিয়ন বোলার। এমন কী আরসিবি-র হয়েও ও ভালো খেলেছে। কিন্তু আমি মনে করি যে, ওর যা করা দরকার, সেটা ও করছেন না। ওর বিশ্রাম প্রয়োজন, শুধুমাত্র মানসিক ভাবে নয়, শারীরিক ভাবেও। কারণ ও অনেক বꦡেশি ক্রিকেট খেলছে।’
আরও পড়ুন: টপলি যেন ‘ꦺউড়ন্ত বাজ’, বাঁ-দিকে লাফিয়ে এক হাতে রোহিতের ক্যাচ ধরলেন, ভাইরাল হল﷽ ভিডিয়ো
সঙ্গে লারা যোগ করেছেন, ‘ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৪টি টেস্ট খেলেছে, তার আগে ভারত যে সিরিজই খেলছে, ও সেই দলের অংশ হয়েছে। এবং ও প্রচুর ওভার বোলিং করে। ওকে শারীরিক ও মানসিক ভাবে কিছুটা ক্লান্ত লাগꦕছে। এবং এই ধরনের চাপ নেওয়ার পর, যে কোনও বোলারের জন্য পরের দিন ভালো খেলাটা খুব কঠিন হয়। আমিও এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলাম। নিজেকে ধাতস্থ হতে কিছুটা সময় দিতে হবে। নিজের খেলা সম্প𓃲র্কে চিন্তা করতে হবে। নেটে কঠোর পরিশ্রম করতে হবে। নিজের খেলা নিয়ে কাজ করে শক্তিশালী হয়ে ফিরে আসুক সিরাজ। আমি নিশ্চিত যে, সিরাজ আরও শক্তিশালী হয়েই ফিরে আসবে।’
বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৭ উইকেটে হারের পর আরসিবি-র বোলিং নিয়ে অন্তোশ প্রকাশ করেছেন দলের অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। তিনি বলেছেন, ‘আমাদের বোলিংয়ে এত অস্ত্র নেই। সেই খামতি ব্যাটিংয়েই পূরণ করতে হবে। বোলিংয়ের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, আমাদের বোলারদের আরও জোর দিতে হবে। পেনিট্রেশনের অভাব রয়েছে। পাওয়ারপ্লেতেই বিপক্ষের দুই বা তিনটি উইক💙েট ফেলতে হবে। সব সময়েই দেখা যাচ্ছে, প্রথম চার ওভারের পরে আমরাই ব্যাকফুটে আছি।’