শুভব্রত মুখার্জি: ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএল। আইপিএলের একেবারে প্রথম বছর থেকেই রয়েছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি। তখন তারা দিল⛎্লি ডেয়ারডেভিলস নামে অংশ নিত। কয়েক বছর আগে ফ্র্যাঞ🍃্চাইজির মালিকানা সহ নাম, সবটাই পরিবর্তন হয়েছে। বর্তমানে তারা দিল্লি ক্যাপিটালস নামে আইপিএলে অংশ নেয়। এখনও পর্যন্ত যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আইপিএলের শিরোপা জেতেনি, তাদের মধ্যে অন্যতম দিল্লির এই ফ্র্যাঞ্চাইজি। আসন্ন মরশুমে তারা নিঃসন্দেহে আইপিএলের ট্রফি জিততে মুখিয়ে থাকবে। এমন আবহে দিল্লির ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজমেন্টকে খোঁচা দিয়েছেন তাদের প্রাক্তন কোচ। তাদের প্রাক্তন কোচ তথা প্রাক্তন ভারতীয় তারকা মহম্মদ কাইফের মতে, দিল্লির ফ্র্যাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের সঠিক ভাবে সাপোর্ট করে না।
আরও পড়ুন: ১৬ বছরে কোহলি-ফ্য🍷াফরা পারেননি, দ্বিতীয় বছরেই নজির স্মৃতিদের, দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্যাঙ্গালোর
আসন্ন মরশুম শুরুর আগে দিল্লি ফ্র্যাঞ্চাইজির সব থেকে বড় সুখবর হল, তাদের নিয়মিত অধিনায়ক এবং কিপার-ব্যাটার ঋষভ পন্তের ফিরে আসা। ২০২২ সালের ডিসেম্বর মাসের প্রাণঘাতী দুর্ঘটনার কবলে পড়ার পরে সেখান থেকে দুরন্ত কা🙈মব্যাক করেছেন পন্ত। তবে পন্তের প্রত্যাবর্তনের মꦫাঝেই মহম্মদ কাইফের মন্তব্য, কিছুটা হলেও দিল্লি ফ্র্যাঞ্চাইজির জন্য ধাক্কা বলা যেতে পারে। দিল্লির প্রাক্তন কোচ তথা মেন্টর মহম্মদ কাইফের দাবি, দিল্লি ক্যাপিটালস দল এখনও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার সব থেকে বড় কারণ হল, ফ্র্যাঞ্চাইজি তার ক্রিকেটারদের সঠিক ভাবে সাপোর্ট দিতে পারছে না।
আরও পড়ুন: যে কো𒐪নও মূল্যেই কোহলিকে T20 WC-এর দলে চাই- BCCI সচিবকে জানিয়ে দিয়েছেন রোহিত
লালানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি যখন দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ছিলাম, তখন আমরা একবার আইপিএলের ফাইনালে খেল𓆉েছিলাম। অন্য আর এক মরশুমে আমরা প্রথম তিনে শেষ করেছিলাম। তার পরেও আমি বলব, দিল্লির ফ্র্যাঞ্চাইজি তার ক্রিকেটারদের সঠিক ভাবে সাপোর্ট দিতে পারেনি। তারা সঠিক ক্রিকেটারদের তুলে আনতে পারছে না। তাদেরকে চিনতেও ফ্র্যাঞ্চাইজির কোথাও যেন ভুল হয়ে যাচ্ছে। এই এক প্রশ্ন কিন্তু আরসিবির ক্ষেত্রেও বলা যায়।’ কয়েকদিন আগেই দিল্লির বর্তমান হেড কোচ রিকি পন্টিংও তাঁর দলের বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘এটা আমার সপ্তম মরশুম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। এই মরশুমে যদি আমরা শিরোপা জিততে না পারি, তাহলে সেটা হবে আমার ব্যর্থতা।’