বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসিরা যা পারেননি, সেটাই করে দেখালেন স্মৃতি মন্ধানা। ১৬ বছরেও আইপিএল অধরা রয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ👍্গালোরের। কিন্তু স্মৃতির নেতৃত্বে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় বছরই শিরোপা জয়ের স্বাদ পেল আরসিবি। ইতিহাস লিখলেন স্মৃতি, সোফি ডিভাইন, এলিসে পেরিরা।
রবিবার মহিলা প্রিমিয়ার লিগের ফাইনাল একেবারে জমে উঠেছিল। দুই দলের বোলাররাই দুরন্ত ছন্দে ছিলেন। প্রথমে ১১৩ রানে দিল্লি ক্যাপিটালসকে আটকে দেয় ব্যাঙ্গালোর। পরে নিজেরা ব্যাট করতে নেমে যে সহজেই জি𒊎তে নিয়েছে, এমনটা নয়। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ পকেটে পোড়ে আরসিবি। লিগ পর্বে দুরন্ত পারফরম্যান্স করার পর, ফাইনালে শেষ রক্ষা করতে পারল না দিল্ল🐼ি ক্যাপিটালস।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। তারা শুরুটা বেশ ভালো করেছিল। ৭ ওভারে ৬৪ র🌞ান করে ফেলেছিল দিল্লি। শেফালি বর্মা বিধ্বংসী মেজাজে ছিলেন। ২টি চার, ৩টি ছক্কার হাত ধরে ২৬ বলে ৪৪ রান করেও ফেলেছিলেন শেফালি। ১৬ বলে ১৮ করে উইকেট আগলে রেখেছিলেন মেগ ল্যানিং। কিন্তু অষ্টম ওভারে বল করতে এসে ম্যাচের মোড় পুরো ঘুরিয়ে দেন সোফি মোলিনাক্স।
আরও পড়ুন: যে কোনও মূল্যেই কোহলিকে T20 ꦐWC-এর দলে চাই- BCCI সচিবকে জানিয়ে দিয়েছ꧂েন রোহিত
এই ওভারের আগে দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ ছিল ৬৪/০। সেখান থেকে এক ওভারে দিল্লি ক্যাপিটালসের হয়ে যায় ৬৫/৩। সৌজন্যে সোফি মোলিনাক্স। আর এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়। অষ্টম ওভারে বল করতে এসে প্রথম বলেই শেফালি বর্মাকে আউট করেন সোফি। ২৭ বলে ৪৪ করে জর্জিয়া ওয়ারহ্যামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শেফালি। দ্বিতীয় বলে কোনও রান হয়নি। তৃতীয় বলে জেমিমা রডরিগেজকে বোল্ড করেন মোলিনাক্স। ২ বল খেলে শূন্য করে 🎶আউট হন জেমিমা। এর পরের বলেই তিনি আউট করেন এলিস ক্যাপসিকে। প্রথম বলেই শূন্য করে বোল্ড হন ক্যাপসি।
এই ও𒁃ভারে ১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন সোফি। আর এতেই বদলে যায় ম্যাচের রং। এর পরেই নড়ে যায় দিল্লি ক্যাপিটালসের ভিত। ম্যাচের রাশ চলে আসে আরসিবি-র হাতে। এই ধাক্কাটাই দিল্লি কাটিয়ে উঠতে পারেনি। তারা এর পর থেকে পরপর উইকেট হারাতে থাকে। ১০.৪ ওভারে মেগ ল্যানিংকে ফেরান শ্রেয়াঙ্কা পাতিল। ২৩ বলে ২৩ করে আউট হন মেগ। দিল্লির আর কেউ ক্রিজে টিকতেই পারেননি। রাধা যাদবের ১২ এবং অরুণন্ধতি রেড্ডির ১০ ছাড়া বাকিরা এক অঙ্কের ঘরের গড়াগড়ি খেয়েছেন।
আরও পড়ুন: RCB-তে যোগ দিতে চলেছেন জোফ্রা আর্চার? তারকা পেসারের ইন🌠স্টা স্টোরি ঘিরে জল্পনা শুরু
১৪.১ ওভারে ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল দিল্লি। শেষ পর্যন্ত পুরো ওভারই তারা খেলতে পারেনি। ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। আরসিবি-র হয়ে সোফির তিন উইকেট ছাড়াও শ্রেয়াঙ্কা পাতিল নিয়েছেন ৪ উ༒ইকেট। ২ উইকে𒅌ট নিয়েছেন আশা শোভনা।
জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও শুরুটা খারাপ করেনি। তবে ২৭ বলে ৩২ করে সোফি ডিভাইন আউট হয়ে যান। ৩৯ বলে ৩১ করে সাজঘরে ফেরেন দলের অধিনায়ক স্মৃতি মন্ধানাও। শেষ পর্যন্ত এলিসে পেরি এবং রিচা ঘোষ মিলে আরসিবি-কে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন🎐। ১৯.৩ ওভারে চার মেরে দলকে জেতান রিচা ঘোষ। ১৪ বলে ১৭ করে তিনি অপরাজিত থাকেন। ৩৭ বলে ৩৫ করে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পেরি। ১৯.৩ ওভারে ২ উইকেটে ১১৫ রান করে মহিলা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।