শুভব্রত মুখার্জি:- ভারতীয় ক্রিকেটের 'নেক্সট♒ বিগ থিং' অর্থাৎ পরবর্তী মহাতারকা হিসেবে যাকে ভাবা হচ্ছে তিনি ডানহাতি ওপেনার ব্যাটার শুভমন গিল। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী সময়ে ভারতীয় ব্যাটিংয়ের ব্যাটন তাঁর হাতে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
চলতি বছরটা তাঁর দারুণ কেটেছে। আইপিএলেꦓ গুজরাটের হয়ে ৮৯০ রান করেছেন। ভারতের হয়ে ওডিআই বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন তিনি। সেই শুভমন গিলের হাতেই আগামী মরশুমের জন্য অধিনায়কত্বে💧র দায়িত্ব তুলে দিয়েছে আইপিএলে দুই বছর কাটানো ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস।
গত দুই বছরের অধিনায়♍ক হার্দিক পান্ডিয়া তাঁর পুরনো ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরে যাওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে গুজরাট টাইটানস ফ্র্যাঞ্চাইজি। এই সিদ্ধান্ত নিয়েই মুখ খুলেছেন প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। তাঁর মতে শুভমন গিলের জীবন এই মুহূর্তে দ্রুতগতিতে এগোচ্ছে। তবে তাঁর মতে এই বছরে কেন উইলিয়ামসনের নেতৃত্বে খেলে ২০২৫ থেকে দলের অধিনায়ক হিসেবে শুভমন গিল দায়িত্বভার নিলে তা ভালো হত শুভমনের জন্যই।
নিজের এক্স হ্যান্ডেলে হর্ষ ভোগলে লিখেছেন, ‘আমি মনে করি শুভꦗমনের জীবন খুব দ্রুতগতিতে এগোচ্ছে। ব্যাটার হিসেবে দারুণ একটা বছর কাটিয়েছে শুভমন গিল। আগামী কয়েক মাসে ওকে বেশ বড় একটা পদক্ষেপ নিতে হবে। দক্ষিণ আফ্রিকাতে ভারতের হয়ে ওকে টেস্ট সিরিজ খেলতে হবে। রয়েছে টি-২০ বিশ্বকাপও। এইসব টুর্নামেন্টে কিন্তু ওকে নিজের জায়গার জন্য লড়াই করতে হবে। আমার মতে গুজরাট টাইটানসে একটা বছর গিল উইলিয়ামসনের অধিনায়কত্বে খেললে ভালো হতো। ২০২৫ আইপিএলে গিল গুজরাট টাইটানসের অধিনায়কত্ব নিলে ভালো হতো।’
২৪ বছর বয়সী শুভমন গিল সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছিল তাঁকে। পাকিস্তান ম্যাচে তিনি দলে কামব্যাক করেন। ওডিআই꧑ বিশ্বকাপে ৯টি ইনিংস খেলেন শুভমন গিল। তিনি করেন ৩৫৪ রান। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ৯২ রানের ইনিংস খেলেন গিল। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি।
ভারতের হয়ে সব ফর্ম্যাটেই খেলেন গিল। ফলে দলে তাঁর আলাদা গুরুত্বও রয়েছে। সামনের মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয়💧 দল। সেই সফরে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে গিলকে। তার আগেই গুজরাট টাইটানস ফ্র্যাঞ্চাইজি তাঁর কাঁধে তুলে দিল অধিনায়কত্বের গুরুদায়িত্ব। আর এখানেই হর্ষ ভোগলে মনে করেন একটা বছর গিল সময় নিলে হয়ত তাঁর ভালো হতো।