শুক্রবার নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে হারাতে নিজেদের পছন্দের পিচ তৈরি করেছে রয়♒্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার সবুজ পিচ দেখা যাবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই পিচে পেসাররা বেশি সুবিধে হবে। অর্থাৎ মহম্মদ সিরাজরা দাপট দেখাবেন। এতে সমস্যায় পড়বে কেকেআর।
সাধারণত চিন্নাস্বামী এত দিন টি-টোয়েন্টি ক্রিকেটে জন্য আদর্শ ছিল। দ্রুত আউটফিল্ড এবং ছোট বাউন্ডারি সহ ব্যাটিং-বান্ধব পিচ ছিল এখানে। তবে এবার নিজেদের স🏅ুবিধের জন্য পিচ পরিবর্তন করেছে আরসিবি।
একটি ভিডিয়ো নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ম্যাচের আগে পিচ পরিদর্শন করছেন গৌতম গম্ভীর। সঙ্গে অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং কোচ চন্দ্রকান্ত পন্ডিতও রয়েছেন। পিচ দেখার🤪 পর তিন জনকে চিন্তিত হয়ে আলোচনা করতে দেখা যায়। গম্ভীর দাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবি করেন, এই পিচ শক্ত এবং সবুজ।
🐽 আরসিবি-র ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, তারা একটি নতুন পিচ পেয়েছে, যা পেসার সাহায্য করবে। এবং তাদেܫর জন্য উপযুক্ত। কেকেআর-কে ধাক্কা দিতে সব রকম চেষ্টা করছে আরসিবি।
আরও পড়ুন: RR-এর বিরুদ্ধে আউট হয়ে বিরক্তি চেপে রাখতে পারল🐷েন না DC অধিনায়ক, প💃ন্তের হতাশার ভিডিয়ো ভাইরাল
এখন প্রশ্ন হল, এই পিচে দুই দল কী রকম একাদশ নামাবে? প্রসঙ্গত, আরসিবি নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও, পঞ্জাব কিংসের বিরুꦕদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। এদিকে কেকেআর আবার একটিই ম্যাচ খেলেছে। সেই রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে হারিয়েছে তারা।
দুই দলের একাদশ কেমন হতে পারে?
আলজারি জোসেফ যে দু'টি ম্যাচ খেলেছেন, তাতে খুব বেশি নজর কাড়তে পারেননি। আরসিবি-র বেঞ্চে লকি ফার্গুসন এবং রিস টপল🐈ির মতো বিকল্প রয়েছে। জোসেফ ভালো পারফরম্যান্স না করলে, ছিটকে যেতে হবে। ফ্র্যাঞ্চাইজি প্রধানত তাকে মধ্য ওভারে এবং ডেথ ওভারে তাঁর দ্রুত গতির বাউন্সারের জন্য ব্যবহার করত।
আরসিবি-র ফাস্ট বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ এবং যশ দয়াল পঞ্জাব কিংসের 🐎বিরুদ্ধে ভালো বোলিং করেছেন, তবে অন্যান্য বোলারদেরও আরও ভালো পারফরম্যান্স করতে হবে। আলজারি জোসেফ প্রথম ম্যাচে ৩৮ রান দিয়ে কোনও উইকেট পাননি, দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে এক উইকেট নেন। এই অবস্থায় কেকেআরের বিরুদ্ধে প্লেয়িং ইলেভেনে কি ইংল্যান্ডের ফাস্ট💛 বোলার রিস টপলিকে সুযোগ দেবে আরসিবি?
আরও পড়ুন: পন্তের হাꦫত ধরে ডিআ൲রএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো
পঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ম্যাচে আরসিবির শীর্ষ🐬 ছয় ব্যাট🀅সম্যানের সবাই ডানহাতি ছিলেন। সুয়াশ শর্মা ছাড়া কেকেআর-এর অন্য বোলাররা ডানহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করতে পছন্দ করেন। ডানহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে কেকেআরের অন্যান্য বোলারদের ভালো ইকোনমি রেট রয়েছে। আন্দ্রে রাসেল ৮.৯, মিচেল স্টার্ক ৭.৩, হর্ষিত রানা ৮.৪, সুনীল নারিন ৬.৫ এবং বরুণ চক্রবর্তী ৭.৫-এর ইকোনমি রেটই বলে দিচ্ছে যে, তাঁদের পারফরম্যান্স ডানহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে কেমন ছিল। কেকেআরের একটি ভালো বোলিং আক্রমণ রয়েছে এবং তারা যদি একটি দল হিসেবে ভাল পারফর্ম করে তবে তারা আরসিবি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে।
তবে কেকেআর-এর ব্যাটিং চিন্তায় রাখবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের শীর্ষ ব্যাটিং অর্ডার ভেঙে পড়েছিল। অধিনায়ক শ্রেয়স আইয়ারও ফ্লপ প্রমাণিত। মিডল অর্ডারে আন্দ্রে রাসেল বিস্ফোরক 💎🐲ইনিংস খেলে দলের স্কোর ২০০ পার করিয়ে দেন।