গত বুধবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচে সুপার জায়ান্টস দল একেবারে দাঁড়াতেই পারেনি। তাদেরকে একপেশে ম্যাচে কার্যত উড়িয়ে দিয়েছে হায়দরাবাদ। ১০ উইকেটের বিরাট ব্যবধানে জয় পায় হায়দরাবাদ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৯.৪ ওভারে ১৬৭ রান তুলে জয় ছিনিয়ে নেয় হায়দরাবাদ। সুপার জায়ান্টস দলের পারফরম্যান্সে একেবারেই খুশি ছিলেন না দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। বাউন্ডারির পাশে দাঁড়িয়ে ম্যাচ শেষে তাঁকে দেখা যায় দলনায়ক কেএল রাহুলকে রাগতভাবে বকাঝকা করতে। রাহুল প্রথমে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে থেমে যান। তবে রাহুল থামলেও গোয়েঙ্কা থামেননি। এরপরেই জল্পনা তৈরি রাহুলকে নিয়ে। রাহুল সুপার জায়ান্টসের শেষ দুই ম্যাচে আদৌও অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়। এই ⭕বিষয়েই প্রশ্ন করা হয়েছিল দলের সহকারী কোচ ল্যা🌳ন্স ক্লুজনারকে।
লখনউয়ের পরের ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে। এই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। তিনি এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের বলেন ' না এই অধিনায়কত্বের বিষয়টি নিয়ে কোনও আলোচনাই হয়নি। আমি সত্যি বলছি এই বিষয়টা (রাহুল বনাম গোয়েঙ্কা) নিয়ে অনꦓেকের সমস্যা থাকলেও আমার কোন সমস্যা নেই। আমি জানি সত্যিটা কিꦿ। ওঁরা দুজনেই প্রচন্ড ক্রিকেটপ্রেমী। আর ওখানে দুজন ক্রিকেটপ্রেমীর মধ্যে কিছু কঠিন কথাবার্তা চলছিল। অনেকটা চায়ের কাপে তুফান তোলার মতন।দুজনেই ক্রিকেটটা নিয়ে এতটা প্যাশনেট যে এই বিষয়টা খুব স্বাভাবিক।'
তিনি আরো যোগ করেন ' এই মরশুমে আমরা কেএল রাহুলকে প্রয়োজনীয় সমর্থন দিতে পারিনি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আমরা ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছি। ফলে কেএল রাহুল যে স্বাভাবিক ছন্দে খেলতে অভ্যস্ত তা ও করতে পারেনি। ওঁর উপর অহেতুক চাপ তৈরি হয়েছে। যা দল তো বটেই ব্যক্তি রাহুলেরও ক্ষতি করছে। কেএল রাহুলের পাশে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা দাঁড়াতে না পারার ফলে আমাদের কঠিন সময়ের মধ্যে পড়তে হয়েছে।' ঘটনাচক্রে এই মূহুর্তে ১২ পয়েন্টে রয়েছে লখনউ সুপার জায়ান্টস🔯।তাদের আর দুটি ম্যাচ বাকি রয়েছে।এগুলি জিতলে তারা পৌঁছাবে ১৬ পয়ꦐেন্টে।ফলে প্লে অফে তাদের যাওয়ার আশা আরো উজ্জ্বল হবে।