Yuzvendra Chahal on IPL 2025 Auction: আইপিএল ২০২৫ নিলামে ১৮ কোটি টাকার বিনিময়ে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিজেদের জালে তুলেছে পঞ্জাব কিংস। তবে এর আগে চাহালকে নিয়ে নিলাম টেবিল বেশ গরম হয়ে উঠেছিল। রাজস্থান রয়্যালস তাঁকে ধরে রাখেনি,🔯 এরপরে চাহাল কি এই মূল্য পাবেন বলে আশা করেছিলেন? এইপ্রশ্নের উত্তর দিলেন চাহাল।
নিলামের সময় নার্ভাস ছিলেন যুজবেন্দ্র চাহাল-
JioCinema-র সঙ্গে কথা বলার সময়ে যুজবেন্দ্র চাহাল▨ বলেন, ‘আমি বেশ নার্ভাস ছিলাম এবং উদ্বিগ্নও ছিলাম। এর কারণ গত তিন মরশুমে এই পরিমাণটা আমি পেয়েছি। আমি মনে করি আমি এই দামের প্রাপ্য এবং 🧜আমি খুব উত্তেজিত।’ এরপরে চাহাল আরও বলেন, ‘যাকে যে মূল্যে কেনা হয়েছে সে তার প্রাপ্য। কখনও কখনও দলের পার্স থাকে না এবং তাদের অবশ্যই মূল নিলামে পুরো দলকে পরিকল্পনা করতে হয়। আমার জন্য, নির্বাচিত হওয়া মানে এই দুই মাস আপনাকে আপনার খেলার উন্নতিতে সাহায্য করবে। আপনি একজন তরুণ বা সিনিয়র হন। আপনি অনেক কিছু শিখতে পারেন।’
আরও পড়ুন… IND vs AUS: ক্র💛িকেট ভক্তের সঙ্গে ওয়াসিম আক্রমের ঝামেলা! বাড়ানো হল 💞পার্থের নিরাপত্তা
শ্রেয়স ও আর্শদীপকে নিয়েকী বলেন-
পঞ্জাব কিংস যথাক্রমে আর্শদীপকে ১৮ কোটি এবং শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকায় কিনেছিল। আর্শদীপ সিং এবং শ্রেয়স আইয়ারের সঙ্গে খেলার সম্ভাবনা সম্পর্কেও কথা বলেছেন চাহাল। যুজবেন্দ্র বলেছেন, ‘শ্রেয়স আইয়ার এবং আর্শদীপ সিংয়ের সঙগে আমার বন্🦂ধন শক্তিশালী হওয়ায় আমি উত্তেজিত। এবং আমি রিকি পন্টিং স্যারের কাছ থেকেও অনেক কিছু শিখতে পারব। অন্তত আমি এখন বাড়ির কাছাকাছি থাকব। এটি প্রথমে জয়পুর ছিল, এখন চণ্ডীগড় হবে।’
আরও পড়ুন… IND vs AUS 1st Test 4th Day Live: ভারতের দরকার ✃৭ উইকেট๊, অজিরা কি ঘুরে দাঁড়াবে?
কত টাকা পাবেন বলে আশা করেছিলেন-
যুজবেন্দ্র চাহাল আরও বলেন, ‘আমার একটা ধারণ🍸া ছিল এবং এমনকি আমার বন্ধুরা আমাকে বলেছিল যে আমি পঞ্জাবে যাব। কিন্তু আমার ধারণা ছিল না যে এত বেশি দাম পাব। আমার মাথায় ১২ কোটি - ১৩ কোটি টাকা ছিল, কিন্তু আমি এই পরিমান অর্থ পেয়েছি। আপনি যেখানেই যান না কেন, আপনার কাছে সবসময় শেখার এবং বেড়ে ওঠার সুযোগ থাকে। এবং আমি কঠোর পরিশ্রম করব এবং আমার সেরাটা দেওয়ার বিষয়টি নিশ্চিত꧂ করব।’