স্বপ্ন অনেক বড়। কিন্তু হাতে পড়ে মাত্র ৫১ কোটি টাকা। সেই পরিস্থিতিতে আইপিএলের মেগা নিলাম থেকে কোন কোন খেলোয়াড়কে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিতে পারব꧅ে, তা নিয়ে প্রশ্নচিহ্ন আছে। কেকেআর নিশ্চিতভাবে গতবার আইপিএল জেতানো স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়কে ফিরিতে আনতে চাইবে। কিন্তু একাধিক ফ্র্যাঞ্চাইজির হাতে এত টাকা আছে যে আদৌও সেটা সম্ভব হবে কিনা, তা আগে থেকে হলফ করে বলা সম্ভব নয়। তাও সেইসব বিচার করে কেকেআর কোন কোন খেলোয়াড়দের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে, তাঁদের না পেলে কারা বিকল্প হবেন, সেই তালিকা দেখে নিন।
হাতে ৫১ কোটি টাকা, নেই RTM কার্ড
ছ'জনকেই রিটেন করায় কেকেআরের হাতে কোনও ‘রাইট টু ম্যাচ’ (আরট♕িএম) কার্ড নেই, যা দিয়ে পুরনো খেলোয়াড়কে ফিরিয়ে আনা যাবে। হাতে পড়ে আছে মাত্র ৫১ কোটি টাকা। ছয় বিদেশি-সহ ১৯ জনের স্লট ফাঁকা আছে। কেকেআর অবশ্য স্লট পূরণের পিছনে দৌড়ায় না সেভাবে। জোর দেয় নিজেদের প্রয়োজনীয় খেলোয়াড়দের উপꦐরে।
আর সেটার নিরিখে যে ছয়জনকে রিটেন করেছে কেকেআর, তাঁরা প্রথম একাদশে নিশ্চিতভাবে থাকবেন (চোট-আঘাত বা অন্য কারণ বাদ দিয়ে)। তাঁরা প্রথম একাদশে আছেন ধরে নিলামে কেকেআর কোন কোন জায়গায় খেলোয়াড় নিতেই হবে, সেটা দেখে নিন - (ওপেনার/উইকেটকিপার), সুনীল নারিন, (নম্বর ৩), (নম্বর ৪), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, (ভারতীয় পেসার ও ভারতীয় স্পিনার) এবং (বিদেশি পেসার)।
নিখুঁত ‘ডিশের’ জন্য সল্ট চাই KKR-র
আর সেই পরিস্থিতিতে মেগা নিলামে কেকেআর অন্যতম টার্গেট হলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ফিল সল্ট। যিনি গত মরশুমে ওপেন করতে নেমে ১২টি ম্যাচে ৪৩৫ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৮২। সেই পরিস্থিতিতে কেকেআর মরিয়া হয়ে তাঁকে দলে ফেরাতে চাইবে। গতবার যা খেলেছেন আর এখন যা ফর্মে আছেন, তাতে সলꦚ্টের দর নেহাত কম উঠবে না (বেস প্রাইজ দু'কোটি টাকা)।
তবে কেকেআরের জন্য একটাই ভালো ব্যাপার যে মেগা নিলামে সল্টের নাম ৩১ ❀নম্বরে উঠবে। তাঁর আগে একাধিক তারকা আসবেন। কয়েকজনকে নিতে তো একাধিক ফ্র্যাঞ্চাইজি টাকার ফোয়ারা ছোটাতে পারে। সেক্ষেত্রে সল্টের নাম যখন আসবে, তখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলির হাতেও টাকা কমে যাবে। আর সেটাই কেকেআরের পক্ষে লাভজনক হতে পারে।
আরও পড়ুন: IPL 𝓰2025 Mega Auction: মেগা অকশনে কোনও RTM কার্ড থাকছে না KKR এবং RR-এর হাতে, জানুন পুরো নিয়ম
সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে সল্টের আগেই নিলামে এমন কয়েকজনের নাম (মিচেল স্ট🌞ার্ক বা কোনও বিদেশি পেসার, বেঙ্কটেশ আইয়ার) আছে, যাঁরা কেকেআরের ‘টার্গেট’ লিস্টে আছেন। ফলে সল্টের নাম ওঠার সময় নাইটদে🎃র হাতে কত টাকা থাকবে, সেটাও একটা বড় ব্যাপার। তাছাড়া সব ফ্র্যাঞ্চাইজিই জানে যে কেকেআর সল্টকে নিতে চাইছে। তাই ইচ্ছা করে বিড করে সল্টের দামটা বাড়িয়ে দিতে পারে।
সল্টের বিকল্প হিসেবে কাকে টার্গেট করতে পারে KKR?
কেকেআরের ‘টার্গেটে’ থাকতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (বেস প্রাইজ দু'কোটি টাকা)। তবে তাঁকে পাওয়া দুষ্কর আছে। সল্টের আগেও তাঁর নাম𒆙 আছে। তাই কেকেআর অস্ট্রেলিয়ার তরুণের জন্য একটা স্তর পর্যন্ত ঝাঁপাতে পারে।
বরং সল্ট চলে যাওয়ার পরে প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনালে যিনি ওপেন করেছিলেন, সেই রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে নিতে চাইবে কেকেআর। তাঁর নাম ২৯ নম্বর উঠবে। বেস প্রাইজ দু'কোটি টাকা। তাঁকে পেতে বেশি কসরতও করতে🦩 হবে না সম্ভবত। আবার ভারতীয় বিকল্প হিসেবে ইশান কিষানকে টার্গেট করতে পারে কেকেআর (বেস প্রাইজ দু'কোটি টাকা)। ঠিক সল্টের আগেই নাম উঠবে ঝাড়খণ্ডের তারকার।
আইয়ার, অংকৃষ এবং নীতীশ - মিডল অর্ডার
সল্টের মতোই চোখ বন্ধ করে বেঙ্কটেশ আইয়ারকে ফেরাতে চাইবে কেকেআর। গত মরশুমে কেকেআরের হয়ে তৃ⭕তীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক ছিলেন। ১৩টি ইনিংসে ৩৭০ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৫৮.৭৯। গুরুত্বপূর্ণ সময় চারটি অর্ধশতরান করেছিলেন। প্রথম কোয়ালিফায়ার এবং ফাইনালে দলকে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কেকেআরের ‘ঘরের ছেলে’। কিন্তু তাঁকে ফেরানোর কাজটা সহজ নয়। ২১ নম্বরে তাঁর নাম উঠবে। বেস প্রাইস দু'কোটি টাকা। একাধিক ফ্র্যাঞ্চাইজি যে তাঁর জন্য ঝাঁপাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
বেঙ্কটেশের পাশাপাশি তিন নম্বরে ব্যাটিংয়ের জন্য কেকেআরের নজরে থাকতে পা♐রেন ২০ বছরের অংকৃষ রঘুবংশী। গতবার ২০ লাখ টাকায় নেওয়ার পরে কয়েকটি ম্যাচে তিনে তাঁকে খেলানো হয়েছিল। সাতটি ইনিংসে সার্বিকভাবে স্ট্রাইক রেট ১৫৫-র উপরে ছিল। এবার মেগা নিলামে তাঁর নাম ৪৯ নম্বরে উঠবে। বেস প্রাইস ৩০ লাখ টাকা।
আরও পড়ুন: IPL 2025 Auct𒁃ion: জিও সিনেমার মক অকশনে ঋষভ পন্তের দাম উဣঠল ৩৩ কোটি, শ্রেয়সকে দলে ফেরাল KKR
সেইসঙ্গে নীতীশ রানাকে ফেরাতে চাইবে কেকেআর (বেস প্রাইজ ১.৫ কোটি টাকা, ৯৫ ♓নম্বরে নাম উঠবে)। ২০১৮ সাল থেকে লাগাতার প্রতি মরশুমে ৩০০-র বেশি রান করে যাচ্ছেন। যদিও ২০২৪ সালে সেরকম সুযোগ হয়নি। মাত্র দুটি ইনিংসে ব্যাটিং কর😼েছিলেন। তাও নিজেদের মিডল অর্ডারকে মজবুত করতে তাঁকে ফেরানোর চেষ্টা করবে কেকেআর।
ক্যাপ্টেন রানা!
আর নীতীশ কেক🥂েআরের ‘লিডারশিপ গ্রুপ’-রও সদস্য ছিলেন। ২০২৩ সালে শ্রেয়স আইয়ার যখন চোটের জন্য ছিটকে গিয়েছিলেন, তখন নেতৃত্ব দিয়েছিলেন কেকেআরের। আর এবার কেকেআরের ক্যাপ্টেনও লꩵাগবে। কিন্তু সম্ভাব্য ক্যাপ্টেনদের মধ্যে যে ঋষভ পন্ত, শ্রেয়স, কেএল রাহুলরা আছেন, তাঁদের নাইট ব্রিগেড যে পাবে না, তা মোটামুটি নিশ্চিত বলা যায়। সেক্ষেত্রে নীতীশকে নিয়ে অধিনায়কত্বের প্রশ্নে ইতি টানতে পারে কেকেআর।
বৈভব অরোরা ও ভারতীয় পেসার
তবে শুধু ব্যাটিং, বোলিংয়েরও ক্ষেত্রে ‘ঘরের ছেলে’-কে ফেরানোর ক্ষেত্রে জোর দিতে পারে কেকোর। আবেশ খান, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, মহম্মদ শামি, মহম্মদ সিরাজের মতো খেলোয়াড়রা থাকলেও কেকেআর সম্ভবত বৈভব অরোরার জন্য ঝাঁপাবে। তাঁর উপরে কেকেআর ম্যানেজমেন্টের যথেষ্ট আস্থা আছে।ಌ বল যখন সুইং করে, তখন কী করতে পারেন, তা ২০২৪ সালে ভালোভাবেই দেখিয়েছেন। ৬৯ নম্বরে তাঁর নাম উঠবে। বেস প্রাইজ ৩০ লাখ টাকা।
তাছাড🎉়া ভারতীয় পেসার হিসেবে আকাশদীপ (বেস প্রাইজ ১.৫ কোটি টাকা), মুকেশ কুমারদের (দু'কোটি টাকা) টার্গেট করতে পারে কেকেআর। কিন্তু তাঁদের নাম ১০০-র গণ্ডি পেরনোর পরে উঠবে। ফলে হাতে কত টাকা আছে, তার উপরে নির্ভর করবে যে বাংলার দুই পেসারের মধ্যে কেকেআর কারও জন্য ঝাঁপাবে কিনা। আর কেকেআর সম্ভবত শাকিব হুসেনকেও ফিরিয়ে আনবে। গতবার শাকিব অস্ত্রে শান দিয়ꦚেছে কেকেআর। এবার সেটা কাজে লাগাতে চাইবে।