আইপিএল ২০২৫-এ নতুন করে শুরু করতে চেয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সে (MI) ফিরে এসে ভুলে যাওয়ার মতো একটি মরশুম কাটানোর পর আইপিএল ২০২৫-এ নতুনভাবে শুরু করার লক্ষ্য রাখছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ২০২৪ আসরের আগে রোহিত শর্মার জায়গায় MI অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই হার্দিককে বিদ্বেষপূর্ণ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছিল। পুরো মরশুম জুড়েই সেই নেতিবাচকতার প্রভাব বজায় ছিল, যার ফলে MI লিগ পর্বের ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টি জিতে পয়েন্ট তালিকা🧜র একেবারে তলানিতে অবস্থান করেছিল।
তবে এরপর থেকে নিজেকে পুনরুদ্ধার করেছে🌞ন হার্দিক পান্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পথে ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন হার্দিক। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অসাধারণ পারফরম্যান্স করে ভারতকে অপরাজিতভাবে শিরোপা জেতাতে সাহায্য করেন তিনি। এখন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেও একই লক্ষ্য নিয়ে এগোচ্ছেন হার্দিক। দলের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একাদশে ফিরে আসার পর, মানসিক ও শারীরিকভাবে আরও ভালো অবস্থানে থাকার কথা জানান হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন … ISL 2024-25: মুম্বই সিটিকে ৫-০ উড়িয়ে আইএসএল-এর প্লে-অফে ইতিহাস গড়ল সুনীলদের 𒁃বেঙ্গালুরু
টসের সময় ইয়ান বিশপের প্রশ্নের উত্তরে হার্দিক পান্ডিয়া বলেন, ‘অনুভূতিটা দারুণ। প্রস্তুতিও দুর্দান্ত হয়েছে। সব ছেলেরা মাঠে নামার জন্য মুখিয়ে আছে। আমাদের লক্ষ্য খুবই পরিষ্কার। আমরা একটি দল হিসেবে ভালো করতে চাই, একে অপরকে সমর্থন করতে চাই, এবং যতটা সম্ভব একে অপরের পাশে থাকতে চাই। যখন কেউ খারাপ সময় পার করবে, আমরা তাকে চাঙ্গা করꦜে তুলব। বিষয়টি খুবই পরিষ্কার, এবং আমরা ইতিবাচক মানসিকতায় আছ💖ি।’
আরও পড়ুন … IPL 2025: কেন তিন নম্বরে 🌊ব্যাট করতে নাম🌌ছেন রিয়ান পরাগ? রহস্য থেকে পর্দা তুললেন রাহুল দ্রাবিড়
হার্দিক MI-এর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসে𝓰র (CSK) বিরুদ্ধে খেলেননি, কারণ গত মরশুমের ধীর ওভার-রেটের শাস্তি হিসেবে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল। তবে চলতি আসরের আগে সেই শাস্তির নিয়মই বাতিল করে দেওয়া হয়েছে। এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে চেয়েছেন হার্দিক।
আরও পড়ুন … ‘নতুন ভিলেনের আবির্ভাব!’ IPL 2025-এর CSK vs RCB ম্যাচের 🐼পরে ভক্তেরা কাকে নিয়ে এমন বলছেন?
MI টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আমদাবাদে টস জেতার পর হার্দিক পান্ডিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। তার ফেরাটা MI এ🌸কাদশের একমাত্র পরিবর্তন ছিল। উভয় দলই তাদের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখেনি—মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছিল, আর পঞ্জাব কিংস আমদাবাদে গুজরাট টাইটান্সকে পরাজিত করেছিল। এখন দেখার এই ম্যাচের ফল কী হয়?