💫 একসময় টলিপাড়ায় টেলি অভিনেতা জেসমিন রায় আর গৌরব মণ্ডলের প্রেম ছিল বেশ চর্চার বিষয়। খুল্লাম খুল্লা প্রেম করেছেন তাঁরা। বনিয়েছেন একের পর এক রিল ভিডিয়ো। তাঁরা ছিলেন লিভ-ইন সম্পর্কে। যদিও সে সবই এখন বহু অতীত। ২০২২-এই চুকে যায় সেই সম্পর্ক। জেসমিনের সঙ্গে প্রেম ভাঙার পর বৃন্দাবনে গিয়ে রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণি ডায়নার প্রেমে পড়েন ছোটপর্দার 'কৃষ্ণ'। ইতিমধ্যেই বিয়েও করেছেন তাঁরা। আর বিয়ের ২ মাসের মাথাতেই মা হতে চলার সুখবর শুনিয়েছেন ইস্কনের সঙ্গে যুক্ত ওডিশি নৃত্যশিল্পী চিন্তামণি।
𝕴তবে এতো গেল অভিনেতা গৌরব মণ্ডলের কথা। আর জেসমিন? তাঁর কী খবর?
ꦆপ্রাক্তন গৌরব বাবা হতে চলার সুখবর শোনানোর পর এবার নতুন প্রেমের খবর দিলেন জেসমিন রায়। নতুন 'গিবলি আর্ট'-এর সাহায্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে একটি অ্যানিমেটেড ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ক্য়াপশানে লিখেছেন, ‘যখন তাঁর সঙ্গে প্রথম আলাপ হয়েছিল, তখন আমি একা থাকতে চেয়েছিলাম। কিন্তু এখন তাঁকে ঘিরেই দিন কাটে’। সঙ্গে জুড়ে দিয়েছেন খুশি হওয়া, ভালোবাসা ও নজর না লাগার ইমোজি।
🐬আরও পড়ুন-বিয়ের ৩মাসেই মা হন, ছেলের মুখ দেখিয়ে ফের সুখবর দিলেন রূপসা-সায়নদীপ! দাদা হচ্ছে ডুগ্গু
ꦛআরও পড়ুন-‘এটা আমি আমার বেডরুমে রেখে দেব…’, পুরুষ অনুরাগীর কাছ থেকে কী এমন উপহার পেলেন শুভশ্রী?
♌জেসমিনের এই পোস্টে নেটিজেনদের বুঝে নিতে অসুবিধা হয় না যে তিনি নতুন প্রেমে পড়েছেন। তবে প্রেমিককে আপাতত সকলের আড়ালেই রাখতে চেয়েছেন তিনি।
𒅌প্রসঙ্গত, গৌরবের সঙ্গে প্রেম ভাঙার পরও রবি সাউ ও রাজদ্বীপ গুপ্তার সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলেই শোনা যায়। তবে এই দুই প্রেমও বেশিদিন টেকেনি অভিনেত্রী। আবার গৌরবেরও আগে রেহান রায়ের সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন বলেও জানা যায়। তবে এসবই এখন অতীত। ফের নতুন সম্পর্কে বুঁদ অভিনেত্রী। আর একথা নিজেই জানালেন সকলকে।
♓তবে জেসমিনের অনুরাগীরা অবশ্য তাঁকে সাবধান করেছেন। একজন লিখেছেন, ‘সাবধান থেকো প্রিয়..তুমি ইতিমধ্যেই নিজেকে অনেক আঘাত করেছো..বুঝে শুনে পদক্ষেপ নাও,যাতে তুমি কাটিয়ে উঠতে পারো.. তবে এটা আমার পরামর্শ, তুমি মানতেও পারো বা নাও পারো।’, আবার কেউ প্রশ্ন করেছেন 'আবার?' কারোর কথায়, ‘আমি তোমার জন্য খুশি।’ কেউ জানতে চেয়েছেন, 'কে ইনি?' এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।