ফের হারল মুম্বই ইন্ডিয়ান্স। এদিকে জয়ে ফিরল গুজরাট টাইটান্স। শনিবার (২৯ মার্চ) আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বইকে ৩৬ রানে হারিয়ে পয়েন্ট টেবলে বড় লাফ দিল গুজরাটের দল। তারা নয় থেকে এক লাফে উঠে এল তিনে। মুম্বই ইন্ডিয়ান্স আট থেকে নেমে গেল নয়ে। এদিকে গুজরাটের উত্থানে পতন হল কলকাতা নাইট রাইডার্সের। তারা নেমে গেল সাতে। পতন হল পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদেরও। লাস্টবয় এখনও পর্যন্ত রাজস্থান রয়্যালসই।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবল:
১. রয়্যাল চ্যা♏লেঞ❀্জার্স বেঙ্গালুরু: ২ ম্যাচে ৪ পয়েন্ট, ২টি জয় (নেট রান-রেট +২.২৬৬)।
২. লখনউ সুপা🐼র জায়ান্টস: ২ ম্যাচে ২ পয়েন্ট, ১টি জয়, ১টি হার (নেট রান-রেট + ০.৯৬৩)।
৩. গুজরাট টাইটান্স: ২ ম্যাচে ২ পয়🍌েন্ট, ১টি জয়, ১টি হার (নেট রান-রেট +০.৬২৫)।
৪. পঞ্জাব কিংস: ১ ম্যাচে ২🎶 পয়েন্ট, ১টি জয় 🐽(নেট রান-রেট + ০.৫৫০)।
৫. দিল্লি ক্💎🔯যাপিটালস: ১ ম্যাচে ২ পয়েন্ট, ১টি জয় (নেট রান-রেট +০.৩৭১)।
৬. সানরাইজার্স হায়দ✅রাবাদ: ২ ম্যাচে ২ পয়েন্ট, ১টি জয়, ১টি হার (নꦫেট রান-রেট -০.১২৮)।
৭. কলকাতা নাইট রাইডার্স: ২ ম্যাচে ২ পয়েন্ট, ১টি জয়, ১টি হার (নেট রা♈ন-রেট -০꧅.৩০৮)।
৮. চেন্নাই সুপার কিংস: ২ ম্যাচে ২ পয়েন্ট, ১টি 🐼জয়, ১টি হার (নেট রান-রেট -১🍨.০১৩)।
৯. মুম্বই ইন্ডিয়ান্স: ২꧙ ম্যাচে ০🐬 পয়েন্ট, ২টি হার (নেট রান-রেট -১.১৬৩)।
১০. রাজস্থান রয়্যালস: ২ ম্যাচে ০ পয়েন্ট, ২টি হার (নেট রা﷽ন-রেট -꧃১.৮৮২)।
ম্যাচের সংক্ষিপ্ত ফল
শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করে গুজরাট করে ৮ উইকেটে ১৯৬ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাই সুদর্শন। তিনি ৪১ বলে ৬৩ রান করে আউꦉট হন। তাঁর ইনিংস সাজানো ছিল ৪টি চার এবং ২টি ছয়ে। এছাড়া ২৭ বলে ৩৮ করেন শুভমন গিল। ২৪ বলে ৩৯ করেন জস বাটলার। মুম্বইয়ের হয়ে ২ উইকেট নไেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন: কোহলির হেলমেটে বল মারা! চেন্নাই বোলারকে এর ফল ꩲটের পাওয়ালেন কিং, সেই ভিডিয়ো হল ভাইরাল
রান তাড়া করতে নেমে ফের ব্যর্থ হয় মুম্বইয়ের ব্যাটিং অর্ডার। তারা নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে। ৩৬ রানে ম্যাচটি হেরে যায় মুম্বই। মুম্ব🔥ইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন সূর্যকুমার যাদব। তবে ২ রানের জন্য স্কাই নিজের হাফসেঞ্চুরি মিস করেন। ২৮ বলে ৪৮ করে আউট হয়ে যান সূর্য। তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা এবং একটি চার। এছাড়া তিলক বর্মা ৩টি চার এবং ১টি ছক্কার হাত ধরে ৩৬ বলে ৩৯ করেন। গুজরাটের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ।