𒀰 জমে উঠেছে 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ। শনি-রবিবার টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে জনপ্রিয় এই শো। এবার এই শোয়েরই বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরাকে। আর মহাগুরু মিঠুন চক্রবর্তী তো রয়েছেনই।
ꦐসম্প্রতি সেই শোয়েরই শ্যুটিংয়ে ঢোকার আগে শুভশ্রীর সঙ্গে দেখা করতে হাজির হন তাঁর সুজিত সরকার এক অনুরাগী। এদিন শুভশ্রী পরেছিলেন লাল পেনসিল টপ ও আকাশি রঙের অফ শোল্ডার টপ। ওই পুরুষ অনুরাগী অভিনেত্রীর হাতে তুলে দেন বিশেষ উপহার। যা বেশ পছন্দ হয় রাজ ঘরণীর। কী ছিল সেই উপহার?
ไসুজিত সরকার ওইদিন শুভশ্রীর হাতে তুলে দেন। রাজ-শুভশ্রীর সঙ্গে তাঁদের দুই পুত্র-কন্যা ইউভান ও ইয়ালিনির এক ফ্রেমেবন্দি সুন্দর একটা ছবি। যেটি বেশ পছন্দ হয় অভিনেত্রীর। শুভশ্রী সেই ভালো লাগার অভিব্যক্তি প্রকাশ করে বলে ওঠেন, ‘ওয়াও…।’ যেটি কিনা সুরজিতের নিজের হাতে আঁকা। শুভশ্রী বলেন, ‘মাই ফেভরিট। এটা আমি আমার বেডরুমে টাঙিয়ে রাখব।’
𒁃আরও পড়ুন-'দাদাগিরি' ছাড়ছেন সৌরভ? ঘর বদলে কোথায় যাচ্ছেন?
ꦦঅনুরাগীর সঙ্গে দেখা করার পর তাঁকে ভালো থাকার কথা বলে বলে, শুভেচ্ছা জানিয়ে ফের শ্যুটিংয়ে ঢুকে পড়েন।
ꦆতবে সুরজিৎ সরকার নামে এই যুবক শুধু শুভশ্রীরই নয়। এর আগে মিঠুন চক্রবর্তীর ছবি এঁকেও তাঁকে সেটা উপহার দিতে পৌঁছে গিয়েছিলেন 'ডান্স বাংলা ডান্স'-এর সেটে। তাঁর সুরজিৎ সরকার আর্ট নামে ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই দেখা যায়। তিনি বিভিন্ন তারকার ছবি এঁকেছে। কখনও সেটা উত্তম কুমার, কখনও আবার লাবনী সরকার, এমনকী পরেশ রাওয়াল থেকে জুকারবার্গ কেউই বাদ পড়েননি। এমনকি তাঁর হাতের পেনসিল স্কেচে ফুটে উঠেছে নেতাজী সুভাষচন্দ্র বসুর মতো ব্যক্তিত্বের ছবিও।
🙈সরজিৎ সরকার আর্ট নামে এই সোশ্যাল মিডিয়া পেজই বলছে এই যুবক আসলে শিল্পী। তিনি নৈহাটীর বাসিন্দা বলেই জানা যাচ্ছে। গতবছরও তিনি প্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে তাঁর একটি ছবি ও ছেলে ইউভানের একটি ছবি এঁকে উপহার হিসাবে দিতে গিয়েছিলেন।