ঘরের মাঠে আরসিবির কাছে আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে ডিফেন্ডি🅘ং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে। পরে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্টের খাতা খোলে কেকেআর। তবে 🌃জয়ের ধারা বজায় রাখা সম্ভব হয়নি অজিঙ্কা রাহানেদের পক্ষে। কেননা ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে কার্যত আত্মসমর্পণ করে কেকেআর।
এই অবস্থায় বৃহস্পতিবার ইডেনে নিজেদের চতুর্থ লিগ ম্যাচে মাঠে নামছে কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গতবার আইপিএলের🅺 ফাইনালে এই সানরাইজার্সকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় কলকাতা। এবছর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করে হায়দরাবাদ। তবে তার পরে পরপর ২টি ম্যাচে তারা হেরে বসে যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালসের কাছে।
আপাতত দেখে নেওয়া যাক ইডেনের হাই-ভোল্টেজ কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে দু'দল কাদের মাঠে নামাতে পারে। মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কোন দলের অনুকꦓূলে ঝুঁকে রয়েছে, জেনে নেওয়া যাক সেই তথ্যও।
কলকাতা বনাম হায়দরাবাদ মুখোমুখি লড়াইয়ের ইতিহাস
কলকাতা নাইট রাইডার্স ও সা♔নরাইজার্স হায়দরাবাদ ইন্ডি﷽য়ান প্রিমিয়র লিগে মোট ২৮টি ম্যাচে একে অপরের বিরুদ্ধে মাঠে নামে। ১৯টি ম্যাচ জিতেছে কেকেআর। ৯টি ম্যাচ জিতেছে সানরাইজার্স। সুতরাং, আইপিএল ২০২৫-এর আগে পর্যন্ত দু'দলের মুখোমুখি লড়াইয়ে একতরফাভাবে পাল্লা ঝুঁকে কলকাতা নাইট রাইডার্সের দিকে। এবার ইডেনের মহারণে কেকেআর সেই আধিপত্য বজায় রাখতে পারে কিনা, সেটাই হবে দেখার।
ইমপ্যাক্ট প্লেয়ার-সহ কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য ১২
সুনীল নারিন, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), বেঙ্কটেশ আইয়ার, অংকৃষ রঘুব🌜ংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেনসার জনসন, বরুণ চক্রবর্তী ও বৈভব আরোরা।
ইমপ্যাক্ট প্লেয়ার-সহ সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য ১২
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা🌠, ইশান কিষান, নীতীশ রেড্ডি, অনিকেত বর্মা, এনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অভিনব মনোহর, প্যাট কামিন্স (ক্যাপ্টেন), উইয়ান মাল্ডার/অ্যাডাম জাম্পা, 𝓰হার্ষাল প্যাটেল, মহম্মদ শামি ও সিমরজিৎ সিং/জীশান আনসারি।
পয়েন্ট টেবিলে দু'দলের অবস্থান
ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামার আগে কেকেআর ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে অর্থাৎ, ১০ নম্বরে রয়েছে। তাদের নেট রান-রেট -১.৪২৮। সানরাইজার্সের খাতাতেও রয়েছে ৩ ম্যাচে ২ পয়েন্ট। তাদের নেট রান-রেট (-০.৮৭১) তু💎লনায় ভালো হওয়ায় হায়দরাবাদ রয়েছে লিগ টেবিলের আট নম্বরে। ইডেনের সম্মুখসমরে কেকেআর জিতলে তারা লাস্টবয় থেকে একলাফে সেরা পাঁচে ঢুকে পড়বে।
কবে-কোথায়-কখন দেখবেন ম্যাচ
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়🔜দরাবাদ আইপিএল ২০২৫-এর ১৫তম লিগ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার। এই ♍ম্যাচটি খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। হাই-ভোল্টেজ এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, ৭টার সময়। কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচটি ভারতে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিংয়ের দায়িত্ব রয়েছে জিওহটস্টারের হাতে। অর্থাৎ, বিনা পয়সায় খেলা দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটেও। এছাড়া ম্যাচের যাবতীয় খবর ও আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।