দুর্নীতিতে নাম জড়িয়ে গেল টিম ইন্ডিয়ার তথা বাংলার তারকা পেসার মহম্মদ শামির বোনের। বরং বলা ভালো যে, শাশুড়ি, স্বামী, দুই দেওর-সহ শামির বোনের কার্যত পুরো পরিবারের বিরুদ্ধেই গুরুতর অভিಌযোগ উঠে গেল।
মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা ১০০ দিনের কাজের দুর্নীতিতে নাম জড়াল শামির বোনের। মূল অভিযুক্ত শামির বোন সাবিনার শাশুড়ি গুল আয়েশা, এমনটাই রিপোর্ট সংবাদ সংস্থা পিটিআইয়ের। উত্তরপ্রদেশের আমরোহার পঞ্চায়েত প্রধান তিনি। অভিযোগ এই যে, কাজ না করা সত্ত্বেও ১০০ দিনের কাজের পারিশ্রমিক দেওয়া হয়েছে মোট ১৮ জনকে, যাঁদের মধ্যে রয়েছেন শামির বো꧋ন সাবিনা, তাঁর স্বামী গজনবি ও তিন দেওর আমির, নাসরুদ্দিন ও শেখু। গুল আয়েষার পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে তালিকায়।
বুধবার সন্ধ্যায় জেলা শাসক নিধি গুপ্ত বৎস জানিয়েছেন যে, প্রাথমিক তদন্তে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের বেতন দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে। তড়িঘড়ি এই সব ভুয়ো কর্মীদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ ꧃দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। পঞ্চেয়ে𝔉তি রাজ অ্যাক্ট অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
২০২১ সালের জানুয়ারি মাসে জব কার্ডে অভিযুক্ত ১৮ জনের নাম ঢোকানো হয়েছিল বলে অভিযোগ। ২০২৪-২৫ অর্থবর্ষের অগস্ট মাস পর্যন্ত শ্রমিরক না হও💛য়া সত্ত্বেও এই ১৮ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন ঢুকেছে বলে খবর। পঞ্চায়েত প্রধানের অ্যাকাউন্ট জব্দ করে এই টাকা উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে।