🍰 শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৪-২৫ মরশুমের নকআউট পর্বে মুম্বই সিটি এফসিকে (MCFC) ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল বেঙ্গালুরু এফসি (BFC)। এই বিশাল জয়ের ফলে এখন তারা শেষ চারে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে লড়াই করবে, আর এই পরাজয়ের মধ্য দিয়ে মুম্বই সিটির এবারের আইএসএল অভিযান শেষ হয়ে গেল।
𓆉এ দিনের ম্যাচে বল দখলের লড়াইয়ে মুম্বই (৫৯.৫%) এগিয়ে থাকলেও, বেঙ্গালুরুর আক্রমণাত্মক ফুটবলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। বেঙ্গালুরু ছয়টি অন-টার্গেট শটের মধ্যে পাঁচটিকে গোলে কনভার্ট করে।
প্রথমার্ধ: বেঙ্গালুরুর দুই গোলের লিড নেয়
▨খেলার নবম মিনিটেই বেঙ্গালুরু এফসি গোলের সূচনা করে। রায়ান উইলিয়ামস ডান দিক থেকে নীচু ক্রস বাড়ান, যা মুম্বইয়ের থায়ের ক্রৌমা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। তার ভুল কাজে লাগিয়ে সুরেশ সিং ওয়াংজাম বলটি নিয়ন্ত্রণে নিয়ে ডানদিকে নীচু শটে গোল করেন।
ꩵ১৩ মিনিট পর সমতায় ফেরার সুযোগ পায় মুম্বই সিটি। ব্র্যান্ডন ফার্নান্ডেজের কর্নার থেকে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসের (RFYC) তরুণ নাথান রড্রিগেজ দুর্দান্ত হেড নেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়।
🧸প্রথমার্ধের শেষ দিকে, রায়ান উইলিয়ামসকে ফাউল করায় বেঙ্গালুরু পেনাল্টি পায়। ৪২তম মিনিটে এডগার মেন্ডেজ সহজ দক্ষতায় পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ লিড এনে দেন।
আরও পড়ুন … ꩲIPL 2025: কেন তিন নম্বরে ব্যাট করতে নামছেন রিয়ান পরাগ? রহস্য থেকে পর্দা তুললেন রাহুল দ্রাবিড়
দ্বিতীয়ার্ধ: বেঙ্গালুরুর গোলবন্যা
𓆏বিরতির পরও বেঙ্গালুরু এফসি আক্রমণাত্মক ফুটবল খেলে। ৬২তম মিনিটে সুরেশ সিং ওয়াংজাম মাঝমাঠে বল কেড়ে নিয়ে নিখুঁত পাস বাড়ান উইলিয়ামসের উদ্দেশে। তিনি ডান প্রান্ত থেকে নীচু শটে গোলরক্ষক ফুরবা লাচেনপাকে পরাস্ত করে বেঙ্গালুরু এফসি ৩-০ এগিয়ে যায়।
🍒ম্যাচের ৭৬তম মিনিটে অধিনায়ক সুনীল ছেত্রী ম্যাচের অন্যতম সেরা গোলটি করেন। মুম্বই যখন আক্রমণে বেশি খেলোয়াড় তুলে এনেছিল, তখন পেরেইরা দিয়াজ একটি নিখুঁত পাস বাড়ান ছেত্রীর উদ্দেশে। তিনি বক্সের বাইরে থেকে অসাধারণ দূরপাল্লার শটে গোলটি করেন।
আরও পড়ুন … ꦡ‘নতুন ভিলেনের আবির্ভাব!’ IPL 2025-এর CSK vs RCB ম্যাচের পরে ভক্তেরা কাকে নিয়ে এমন বলছেন?
𒀰ম্যাচের ৮৩তম মিনিটে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে দিয়াজ নিজেও গোল করেন। আলবার্তো নোগুয়েরা, যিনি আগেও মুম্বই সিটির হয়ে খেলেছেন, সময়োপযোগী পাস বাড়ান দিয়াজকে। দিয়াজ সুযোগ কাজে লাগিয়ে ডানদিকে নীচু শটে বল পাঠিয়ে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন (৫-০)।
আরও পড়ুন … ༒ভিডিয়ো: CSK-র তরুণ তারকার আবদারে অবাক কোহলি! হাসি থামাতে পারলেন না ধোনি
সেমিফাইনালে বেঙ্গালুরু, বিদায় মুম্বইয়ের
ꦿম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় সুরেশ সিং ওয়াংজাম ১৩টি পাসের মধ্যে ১২টি সফলভাবে সম্পন্ন করেন, একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন। মাঝমাঠ থেকে বেঙ্গালুরুর বেশিরভাগ আক্রমণ তিনিই পরিচালনা করেন। বেঙ্গালুরু এফসি এখন এফসি গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে দুই লেগের ম্যাচ খেলবে। ২ এপ্রিল ও ৬ এপ্রিল। অন্যদিকে, মুম্বই সিটি এফসির আইএসএল ২০২৪-২৫ মরশুম এখানেই শেষ হল।