লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএল ২০২৫ মরশুমের পয়েন্ট টেবলের লাস্টবয় হয়েই থাকতে হল চেন্নাই সুপার কিংসকে💞। এই জয়ের পরেও তারা এখন কোণঠাঁসা। তবে টানা পাঁচ ম্যাচ হারের পর, সিএসকে-র এই প্রত্যাবর্তনে দলের ভক্তরা নতুন করে স্বপ্নের জাল বুনছেন। এদিকে সিএসকে-র কাছে হেরেও নিজেদের চার নম্বর জায়গা ধরে রাখল এলএসজি। তবে তারা নেট রানরেটে বড় ধাক্কা খেল। প্রসঙ্গত, এদিনের ম্যাচের পর পয়েন্ট টেবলে কোনও দলের কোনও অবস্থানের পরিবর্তন হল না।
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
𒈔১) গুজরাট টাইটান্স- ৬ ম্যাচে ৪টি জয়, ২টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +১.০৮১)
ဣ ২) দিল্লি ক্যাপিটালস- ৫ ম্যাচে ৪টি জয়, ১টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.৮৯৯)
🤪 ৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৬ ম্যাচে ৪টি জয়, ২টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.৬৭২)
💛 ৪) লখনউ সুপার জায়ান্টস- ৭ ম্যাচে ৪টি জয়, ৩টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.০৮৬)
🧸 ৫) কলকাতা নাইট রাইডার্স- ৬ ম্যাচে ৩টি জয়, ৩টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.৮০৩)
༒ ৬) পঞ্জাব কিংস- ৫ ম্যাচে ৩টি জয়, ২টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.০৬৫)
ꦡ ৭) মুম্বই ইন্ডিয়ান্স- ৬ ম্যাচে ২টি জয়, ৪টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +০.১০৪)
☂ ৮) রাজস্থান রয়্যালস- ৬ ম্যাচে ২টি জয়, ৪টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.৮৩৮)
ꦉ ৯) সানরাইজার্স হায়দরাবাদ- ৬ ম্যাচে ২টি জয়, ৪টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.২৪৫)
🥂 ১০) চেন্নাই সুপার কিংস- ৭ ম্যাচে ২টি জয়, ৫টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.২৭৬)
লখনউকে হারাল সিএসকে:𓆏 টস হেরে এদিন ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে লখনউ সুপার জায়ান্টস। প্রথম ওভারে তারা এডেন মার্করামের উইকেট হারায়। নিকোলাস পুরানও ৮ করে আউট হন। তবে ঋষভ পন্তের ৪৯ বলে ৬৩ রানের ইনিংসের হাত ধরে লখনউ ১৫০ রানের গণ্ডি টপকায়। এছাড়া ২৫ বলে ৩০ করেন মিচেল মার্শ। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান করে লখনউ।