রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাওয়ারপ্লেতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তুলল। আর এই কৃতিত্ব গড়ার জন্য সব থেকে বড় ভূমিকা পালন করলে আরসিবি-র ফিল সল্ট। আইপিএল ২০২৫-এর প্রথম ম্য়াচে কল🧜কাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই ম্যাচে এই নজির গড়ল আরসিবি। দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর অর্জন করেছে তারা।
শনিবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম𓄧্যাচে প্রথম ছয় ওভারে বেঙ্গালুরু তুলল ৮০ রান। তারা গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদেꦍর বিরুদ্ধে পাওয়ার প্লে-তে করেছিল রেকর্ড ৭৯ রান। তবে সেই রেকর্ড অল্পের জন্য ভেঙে দিল বিরাট কোহলি ও ফিল সল্ট। এদিন প্রথম ছয় ওভারে উঠল ৮০ রান।
আরও পড়ুন… ভিডিয়ো: ধোনিকে দেখেই এগিয়ে এসে জড়িয়ে ধরলেন! হার্দিককে এমনটা ⛦করতে দেখে ভক্তে💧রা কী বললেন?
তবে আইপিএল ২০২৪-এ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে করা ৯২ রান এখনও পর্যন্ত তাদের পাওয়ারপ্লের সর্বোচ্চ স্কোর। 🏅সেই স্কোর এই ম্য়াচে টপকাতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালু♌রু।
১৭৫ রান𒊎ের লক্ষ্য তাড়া করতে নেমে ফিল সল্ট ও বিরাট কোহলি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। সল্ট ২৩ বলে ৪৯ রান করেন, যার পুরোটাই পাওয়ারপ্লের ভিতরে আসে। অন্যদিকে কোহলি ১৩ বলে ২৯ রান করেন, যা দলকে দুর্দান্ত সূচনা এনে দেয়। এরপরে ৮.৩ ওভারে বরুণ চক্রবর্তীর বলে জনসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ফিল সল্ট। তবে তার আগে মাত্র ৩১ বলে ৯টি ꦦচার ও ২টি ছক্কা মেরে ৫৬ রানের ইনিংস খেলেছিলেন ফিল সল্ট।
আরও পড়ুন… IPL 2025: সৌরভের হস্তক্ষেপ, রামনবমীর দিনে ইডেনেই অনুষ্ঠিত হবে KKR vs LSG ꧒ম্যাচ
প্রাক্তন নাইট তারকার এই ইনিংস ম্যাচের ছবিটাই যেন বদলে দিয়েছিল। প্রথম থেকেই আক্রমণাত্মক এই ইনিংস শাহরুখ খানের কপালে চিন্তার ভাঁজ ফেলে🔯 দিয়েছিল। বৈভব আরোররা থেকে স্পেনসর জনসন প্রত্যেকের বলেই আক্রমণ করেছিলেন সল্ট। এদিন যেন তিনি সকলের সামনে কেকেআর ম্যানেজমেন্টকে ভুল প্রমাণ করতে চান। কারণ তাঁকে গত𝔍বারে ছেড়ে বুল করেছে KKR ম্য়ানেজমেন্ট।
শেষ পর্যন্ত ৮.৩ ওভারে বরুণ চক্রবর্তীর বলে বড় শট মা♔রতে গিয়ে ভুল করে বসেন তিনি। উইকেটের পিছনে স্পেনসর জনসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান ফিল ไসল্ট।