শুক্রবার থেকেই ছিল সাজো সাজো রব। তবে ইডেন গার্ডেন্স এবার প্রস্তুত। সৌজন্যে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতায় হাজির কিং খান। তবে এই মেগা সেলিব্রেশনের জন্য শুধু শাহরুখ একা নন, এসেছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, করণ আউজলা এবং অভিনেত্রী দিশা পাটানিও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর মধ্যে বহুল প্রতীক♑্ষিত ম্যাচের আগে, ব🦋লিউড সেলিব্রিটিদের নিয়ে একটি উত্তেজনাপূর্ণ বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজিত হয়।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শাহরুখ প্রস্তুত হচ্ছিলেন, ঠিক তখনই সোশ্যল মিডিয়ায় অভিনেতা মেগা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অনুরাগীদের আমন্ত্রণ জানানꦜ এক্কেবারে 'পাঠান' স্টাইলে। লেখেন, ‘পার্টি পাঠান কে ঘর পে রাখোগে তো মেহমান নওয়াজি কে লিয়ে পাঠান খুদ আয়েগা অর পটাকে ভি ꦜলায়েগা।' ফের লেখেন, আজ শাম ৬ বাজে দেখিয়ে আইপিএল ১৮ কা মেগা সেলিব্রেশন।'
শাহরুখের এই পোস্টের নিচে অনুরাগীদের কমেন্টেের বন্যা বয়ে যায়। অনেকেই তাঁর পোস্টের নিচে কিং খানকে ও তাঁর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও এই পোস্টটি অনুষ্ঠান শুরুর আগেই করেছিলেন কিং খান। তবে আবারও অনুষ্ঠান মঞ্চে উঠেও এই একই ডায়ালগ শোনা যায় কিং খানের গলায়। এদিকে আবার এদি🐬ন কিং খানকে বিরাট কোহলি এবং রিঙ্কু কুমারের সঙ্গে নিজের ছবির গানে নাচতেও দেখা যায় শাহরুখকে।
ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করে📖 ফেলেছেন দিশা পাটানি, শ্রেয়া ঘোষাল ও💧 করণ আউজালা।
প্রসঙ্গত, বলিউড সুপারস্টার হওয়ার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর সহ-মালিক শাহরুখ খান। আর এই মুহূর্তে 🍃তাই কলকাতা শাহরুখের দ্বিতীয় বাড়ꦕি বলললেও ভুল হয় না। আর এদিন আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)।
এদিকে KKR-এর অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে, শাহরুখ খানকে ড্রেসিংরুমে টিমের প্রতিটি খেলোয়াড়কে শুভেচ্ছা জানাতে দেখা গেছে। তিনি তাদের উষ্ণ আলিঙ্গন করে বলেন, ‘ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। সুস্থ ও সুখী থাকুন।’ বলেন, ‘ওদের যত্ন𒐪 নেওয়ার জন্য ধন্যবাদ, চান্দু স্যার। নতুন সদস্যদের স্বাগতম। অজিঙ্কা, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং অধিনায়ক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আশা করি আপনারা এখানে সুন্দর সময় কাটাবেন এবং ভালো খেলবে। এটা দারুণ একটা সন্ধ্যা, ম্য়াচ ভালো হোক। সুস্থ থাকুন।’