༒ আইপিএল ২০২৫-এর নবম ম্যাচে হার্দিক পান্ডিয়া ও সাই কিশোরের মধ্যে এক উত্তেজনাপূর্ণ তীক্ষ্ণ দৃষ্টি বিনিময়ের লড়াই (staredown) দেখা গিয়েছিল। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন সাই কিশোর। আসলে আইপিএল ২০২৫-এর ৯ম ম্যাচে এক বিতর্কিত মুহূর্ত সৃষ্টি হয়েছিল।
ဣযখন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও গুজরাট টাইটান্সের (GT) তারকা স্পিনার আর সাই কিশোর একে অপরের দিকে তীব্র দৃষ্টিতে অনেক্ষণ তাকিয়ে ছিলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হার্দিক রেগে গিয়ে স্পিনারকে ‘F*** off’ বলে বসেন। যদিও শব্দগুলো ক্যামেরায় শোনা যায়নি, তবে তার ঠোঁটের নড়াচড়া দেখে বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছিল।
💜এই ঘটনা ঘটে MI-এর ইনিংসের ১৫তম ওভারে। সাই কিশোর ওভারের প্রথম দুটি বল ডট দেন, এরপর হার্দিক একটি চার মারেন। পরবর্তী বলটিও ডট হলে উত্তেজনা চরমে ওঠে এবং তখনই এই দুই ক্রিকেটারের মধ্যে staredown হয়।
আরও পড়ুন … ൲IPL 2025: MI-কে হারানোর পিছনে রয়েছে কালো মাটির ম্যাজিক! জয়ের রহস্য ফাঁস করলেন GT ক্যাপ্টেন গিল
কী ঘটেছিল হার্দিক পান্ডিয়া ও সাই কিশোরের মধ্যে?
💎১৫তম ওভারের চতুর্থ বলে হার্দিক বল সরাসরি বোলারের দিকে খেলেন। বল ধরতে যাওয়ার সময়, সাই কিশোর MI অধিনায়কের দিকে এক রাগী দৃষ্টি ছুড়ে দেন। জবাবে হার্দিক তার হাত ঢিলেঢালা নড়াচড়া করে এবং একটি অভদ্র শব্দ উচ্চারণ করেন। তবে সাই কিশোর শান্ত ছিলেন এবং শুধু তাকিয়ে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আম্পায়ার স্মার্টভাবে হস্তক্ষেপ করেন।
আরও পড়ুন … 🍸রোহিত অবসর নিয়ে নিন… IPL 2025 ফের ব্যর্থ, সমালোচনার মুখে MI-র প্রাক্তন ক্যাপ্টেন
ম্যাচের পরে হার্দিককে নিয়ে কী বললেন সাই কিশোর?
🌳গুজরাট টাইটান্স আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে আইপিএল ২০২৫-এ তাদের দ্বিতীয় টানা পরাজয়ের স্বাদ দিল। ম্যাচটিতে অনেক রোমাঞ্চকর মুহূর্ত থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় ছিল MI অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও GT স্পিনার আর সাই কিশোরের staredown। তবে ম্যাচের পর, সাই কিশোর বিষয়টিকে বাড়িয়ে না নিয়ে হার্দিককে ‘ভালো বন্ধু’ বলেন।
আরও পড়ুন … ꦫভিডিয়ো: চুপ করে থাক… মাঠের মধ্যেই সাই কিশোরের সঙ্গে হার্দিক পান্ডিয়ার ঝামেলা
সাই কিশোর ঘটনার পর মুখ খুললেন
💎ম্যাচের পর, হোস্ট ব্রডকাস্টারের হয়ে ইয়ান বিশপ সাই কিশোরকে সাক্ষাৎকার নেন এবং মজার ছলে প্রশ্ন করেন, ‘হার্দিকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়নি তো?’
🍬উত্তরে সাই কিশোর বলেন, ‘তিনি আমার ভালো বন্ধু। মাঠের ভিতরে এমন হওয়াই স্বাভাবিক। মাঠের ভিতরে সকলেই প্রতিপক্ষ, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কিছু নিই না।’
♔তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা ভালো প্রতিদ্বন্দ্বী। আমার মনে হয় খেলা এমনই হওয়া উচিত।’ এই ঘটনার পর, দুজনেই একে অপরকে আলিঙ্গন করেন এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায়।